পোষাপ্রাণী কী করোনা ভাইরাস ছড়ায়

0 8
Avatar for SakibSagor
4 years ago

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই পশুপাখিকে নিয়ে মানুষের মধ্যে ভয় কাজ করে এসেছে। ভাইরাসটি কোন প্রাণীর মাধ্যমে ছড়িয়েছে কিনা, পোষা প্রাণী বা চারপাশের প্রাণীরা ভাইরাস বহন করছে কিনা- এ সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর নিয়েই আজকের আয়োজন। নভেল করোনাভাইরাসের কি কোন প্রাণীদেহ থেকে ছড়িয়েছে? এখন পর্যন্ত এ নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, ল্যাব কিংবা প্রাণীদেহ- করোনাভাইরাসের উৎস এই দুটোর মধ্যে যেকোনো একটি হতে পারে। তবে একইসাথে তারা জানিয়েছেন যে, যেহেতু মানুষ ধীরে ধীরে আরো বেশি পরিমাণে বন্য এলাকা ও বন্য প্রাণীদের সংস্পর্শে আসতে শুরু করেছে, তাই প্রাণীবাহিত এমন রোগ হওয়াটা খুব একটা অবিশ্বাস্য ব্যাপার নয়। কোভিড-১৯ ও প্রাণীঃ যে তথ্যগুলো আপনার জানা প্রয়োজন প্রাণীদেহ থেকে করোনাভাইরাস মানুষের শরীরে এসেছে এমন কিছু প্রমাণ থাকলেও জীবিত প্রাণীর কাছ থেকে ভাইরাস মানুষের শরীরে ছড়িয়েছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি। মানুষের কাছ থেকে কোভিড-১৯ প্রাণীদেহে ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস বিভিন্ন ধরণের হয়ে থাকে। এদের মধ্যে এমন কিছু ভাইরাস রয়েছে যেটি শুধু প্রাণীদেরকেই আক্রান্ত করে, মানুষকে নয় পোষা প্রাণীরা কি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে? যেহেতু মানুষ প্রাণীদেহে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারে, সেক্ষেত্রে ভাইরাসের ঝুঁকিতে আপনার পোষা প্রাণীরাও পড়ে। তবে গবেষণানুসারে, গরু, মুরগী, হাস, ইঁদুর ইত্যাদি প্রাণী করোনাভাইরাসে খুব একতা সংক্রমিত হয় না। অন্যদিকে কুকুরের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকলেও বিড়ালের ক্ষেত্রে এই ঝুঁকি অনেকটাই বেশি থাকে। করোনাভাইরাস থেকে পোষা প্রাণীকে সুস্থ রাখবেন কীভাবে? ভাইরাসের সংক্রমণ থেকে প্রিয় পোষা প্রাণীকে দূরে থাকতে- পোষা প্রাণীকে ধরার আগে বা তার খাবার দেওয়ার আগে নিজের হাত ভালোভাবে সাবান-পানি দিয়ে ধুয়ে নিন। যথাযথ পরিচ্ছন্নতা অবলম্বন করুন। পোষা প্রাণীর খাবার পরিমাণমতো কিনে রাখুন। আপনি যদি কোনভাবে অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে আপনার পোষা প্রাণীটি কোথায় থাকবে তা আগে থেকেই ঠিক করে ফেলুন। আদরের পোষা প্রাণীটিকে সুস্থ রাখতে কে না চায়। তাই কোভিড-১৯ থেকে তাকে দূরে রাখতে যথাযথ সতর্কতা মেনে চলুন। আপনি অসুস্থ হয়ে পড়লে তার প্রভাব পড়বে পোষা প্রাণীটির উপরেও। তাই সুস্থ থাকুন, নিরাপত্তা মেনে চলুন।

1
$ 0.00

Comments