কথোপকথন

20 33
Avatar for Saha99saha
4 years ago

মেয়ে-কেমন আছো?

ছেলে-ভালো। শুধু ভালো না অনেক বেশিই ভালো আছি।

মেয়ে-এভাবে কেন বলছো?

ছেলে-তাহলে কিভাবে বলব? আমি যাতে ভালো থাকি তাইতো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে।নাকি তুমি ভালো থাকতে চলে গিয়েছিলে?

মেয়ে-সবাই কি আর ভালো থাকার জন্য কিছু করে?

ছেলে-তাহলে কি আমাকে ভালো রাখার জন্য চলে গিয়েছিলে?

মেয়ে-হয়তো!!!

ছেলে-তাহলে আমি কি আদৌ ভালো আছি?

মেয়ে-তা জানতেই তো ফোন দিলাম।

ছেলে-তাহলে শুনে রাখ, আমি একটুও ভালো নেই,তোমাকে ছাড়া এই থাকা না থাকার মাঝে বেঁচে আছি হয়ত। আত্মহত্যা মহাপাপ না হলে অনেক আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতাম।ভালোবাসা মানুষকে বাচঁতে শেখায়। কিন্তু ভালোবাসার মানুষকে ছাড়া কিভাবে বাঁচা যায় তুমিই বল?

মেয়ে-যেভাবে আমি বেঁচে আছি।

ছেলে-এটাকে কি আদৌও বেঁচে থাকা বলে? জিন্দা লাশ হয়ে বেঁচে থেকে কি আর হবে?

মেয়ে-ঐ যে বললে না, আত্মহত্যা মহাপাপ। এক পাপ তো করে এসেছি, তোমাকে ছেড়ে। আর কত পাপ করব? তাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি তার কাছে নিয়ে চলে যায়।

----এরপর শুধু দুদিকের দীর্ঘশ্বাস-ই শোনা যায়। হয়ত কারো আর কিছুই বলার বাকি নেই। আর নয়ত অনেক কিছুই বলার আছে কিন্তু দীর্ঘশ্বাসের নিচে, কষ্টের নিচে, অভিমানের নিচে তা চাপা পড়ে যাচ্ছে।

15
$ 0.00
Sponsors of Saha99saha
empty
empty
empty

Comments

সুন্দর পোস্ট আপু।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপু।

$ 0.00
4 years ago

ভালোবাসা সবসময় পূর্নতা পায়না। এটাই বাস্তবতা। কিছু কিছু সময় কঠিন বাস্তবতার কাছে হেরে যেতে হয় ভালোবাসাকে। কিছুই করার থাকেনা।

$ 0.00
4 years ago

এটাই বাস্তবতা আপু। কিছু কিছু ভালোবাসা যেমন পূর্ণতা পায় ঠিক তেমনি কিছু কিছু ভালোবাসা পূর্ণতা পায় না। আমরা সবাই ভালোবাসার কাঙাল।

$ 0.00
4 years ago

হুম সেটাই। এটাই নিয়তির পরিহাস হয়তো।

$ 0.00
4 years ago

কিন্তু এই নিয়তিই সবাইকে মেনে নিতে হয়। মেনে নিতে বাধ্য সবাই।

$ 0.00
4 years ago

কি আর করা যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশে নওগাঁর বিভিন্ন স্থানে মিষ্টি

$ 0.00
4 years ago

ওবাদুল হাসান কি প্রেমে ব্যর্থ হয়েছিলেন? জানালে ভালো হত। আমরা তার প্রেম কাহিনী পরতে পারতাম। আপনার প্রেম কাহিনীটা একটু বলবেন আপু।?

$ 0.00
4 years ago

সত্যি, অনেক সুন্দর হয়েছে আপনার পোস্টটি, অনেক যুক্তি কথা আছে আপনার পোস্টে, নাইস ইওর পোস্ট

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান রিপ্লাই -এর জন্য। অসংখ্য ধন্যবাদ। আমার আরো লেখা পড়ার জন্য আমার আইডি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।

$ 0.00
4 years ago

বাহ্। খুব ভাল লিখেছেন। আপ্নার কথায় যুক্তি আছে। যা বলছেন তা ঠিক। ভাল হয়েছে। ধন্যবাদ।

$ 0.00
4 years ago

Wow. Very well written. Yours. There is logic in the words. That's exactly what the says. Well done. Thank you for your valuable comment on my article.

$ 0.00
4 years ago

Thanks for your response.

$ 0.00
4 years ago

I will try to respons all of my comment in my writing article. Please subscribe my id and like all my article. It can notification you for my new article.

$ 0.00
4 years ago

Ok i will try and subscribe you.

$ 0.00
4 years ago

আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ.আশা করি আমার লেখা আপনার ভালো লেগেছে। আমি আরো লেখার চেষ্টা করব।পাশে থাকার জন্য ধন্যবাদ।

$ 0.00
4 years ago

আরও লিখে আমাদের মাঝে সেয়ার করুন। ধন্যবাদ।

$ 0.00
4 years ago

জি,অবশ্যই।

$ 0.00
4 years ago

অনেক সুন্দর লিখেছেন আপনি।লেখাগুলো পড়ে অনেক খারাপ লাগল।এই লেখাগুলো সাথে আমাদের জীবনের অনেক টা মিল আছে।

$ 0.00
4 years ago

You have written very beautifully. I felt very bad after reading the writings. There are many similarities in our life with these writings.Thank you.please subscribe my id.

$ 0.00
4 years ago