মেয়ে-কেমন আছো?
ছেলে-ভালো। শুধু ভালো না অনেক বেশিই ভালো আছি।
মেয়ে-এভাবে কেন বলছো?
ছেলে-তাহলে কিভাবে বলব? আমি যাতে ভালো থাকি তাইতো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে।নাকি তুমি ভালো থাকতে চলে গিয়েছিলে?
মেয়ে-সবাই কি আর ভালো থাকার জন্য কিছু করে?
ছেলে-তাহলে কি আমাকে ভালো রাখার জন্য চলে গিয়েছিলে?
মেয়ে-হয়তো!!!
ছেলে-তাহলে আমি কি আদৌ ভালো আছি?
মেয়ে-তা জানতেই তো ফোন দিলাম।
ছেলে-তাহলে শুনে রাখ, আমি একটুও ভালো নেই,তোমাকে ছাড়া এই থাকা না থাকার মাঝে বেঁচে আছি হয়ত। আত্মহত্যা মহাপাপ না হলে অনেক আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতাম।ভালোবাসা মানুষকে বাচঁতে শেখায়। কিন্তু ভালোবাসার মানুষকে ছাড়া কিভাবে বাঁচা যায় তুমিই বল?
মেয়ে-যেভাবে আমি বেঁচে আছি।
ছেলে-এটাকে কি আদৌও বেঁচে থাকা বলে? জিন্দা লাশ হয়ে বেঁচে থেকে কি আর হবে?
মেয়ে-ঐ যে বললে না, আত্মহত্যা মহাপাপ। এক পাপ তো করে এসেছি, তোমাকে ছেড়ে। আর কত পাপ করব? তাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি তার কাছে নিয়ে চলে যায়।
----এরপর শুধু দুদিকের দীর্ঘশ্বাস-ই শোনা যায়। হয়ত কারো আর কিছুই বলার বাকি নেই। আর নয়ত অনেক কিছুই বলার আছে কিন্তু দীর্ঘশ্বাসের নিচে, কষ্টের নিচে, অভিমানের নিচে তা চাপা পড়ে যাচ্ছে।
সুন্দর পোস্ট আপু।