হোম কোয়ারেন্টাইনের দিনগুলো

41 47
Avatar for Saha99saha
4 years ago

আমি একজন বাংলাদেশি। আমার বাসা ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সদরে। কিন্তু পড়াশুনার কারনে আমাকে ঢাকা থাকতে হয়। তো যখন থেকে আমাদের দেশে করোনা রোগের আক্রমণ শুরু হয় প্রায় তখন থেকেই সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়। তাই ১৮ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। প্রথম দফায় ছুটি ছিল ১৮-৩১ মার্চ পর্যন্ত। তাই আমি মাত্র এক সপ্তাহের জন্য বাসায় আসার জন্য ঢাকা ত্যাগ করি। কারণ, তখনো দেশে রোগের তেমন প্রাদুর্ভাব না থাকায় রোগটিকে গুরুত্বের সাথে না নিয়ে এক সপ্তাহের জন্য ঢাকা ত্যাগ করি। আসার সময় সাথে করে কিছুই আনি নাই। আর আজ সেই ঢাকা ত্যাগের তিন মাস পূর্ণ হলো।

সত্যি কথা বলতে ঢাকা যাওয়ার পর কখনো এত সময়ের জন্য বাসায় আসা হয় নাই। আমি সবসময় নিজের মতো করে থাকতে পছন্দ করি তাই পরিবারের অতিরিক্ত বিধিনিয়ম আমার কখনোই পছন্দ না। কিন্তু এই করোনার জন্য গত তিনমাস যাবত বাসায় বসে আছি। ঢাকায় টিউশন করিয়ে নিজের খরচ চালাতাম। কিন্তু করোনার জন্য সব বন্ধ।

বাসায় এসে নিজেকে মনে হচ্ছে পাখির খাঁচায় বন্দি কোনো পাখি। যে মুক্ত আকাশে উড়তে চায় কিন্তু পায়ে শিকল বাঁধা। এই হোম কোয়ারেন্টাইনে থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে।

মানুষের সাথে সোস্যাল মিডিয়ায় যোগাযোগ বেড়েছে। অনেক সুখ-দুঃখের কাহিনী আছে। গত দুইমাস এ পরপর দুইজন ব্যাচমেট এর মৃত্যুর খবর পেয়েছি। যা একান্তই কাম্য নয়। সে মুহূর্তে তাদের একনজর দেখতেও পাইনি। এটাই খুব কষ্টের। আরো অনেক পরিচিত মানুষের মৃত্যুর সংবাদ পাচ্ছি। এসবের মধ্যেও ভালো হচ্ছে পরিবারের সাথে আমাদের সময় ভালো কাটছে। পরিবারের বাইরে থাকার দরুন পরিবারের কারো সাথে তেমন একটা সময় কাটানো হয় না। কিন্তু এই হোম কোয়ারেন্টাইনে পরিবারের সাথে অনেক সময় ব্যয় করা যায়।

বাসায় এসে অনেক নতুন নতুন খাবার রান্না করেছি। কিছু রান্না ভালো হয়েছে আবার কিছু খাবার তো নিজেই খেতে পারিনি।

এখন সময় কাটে গল্পের বই পড়ে। আমার ডিটেক্টিভ বই পড়তে খুব ভালো লাগে। তিন গোয়েন্দা, মাসুদ রানা, ফেলুদা, বোমকেশ এগুলো অনেক বই পড়েছি বাসায় থেকে। পরিবারের সবার সাথে গল্প করে সময় কাটে।

বাসায় আছি এখনো সুস্থ আছি কিন্তু কতদিন থাকবো তা জানি না। তাই সবাই বাসায় থাকুন, পরিবারকে সময় দিন, সুস্থ থাকুন।

সবাই সবার জন্য প্রার্থনা করুন যাতে এই দুঃসময় খুব শীঘ্রই শেষ হয়ে যায় আর আমরা করোনা মহামারী থেকে মুক্তি পাই।

18
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder
Sponsors of Saha99saha
empty
empty
empty
Avatar for Saha99saha
4 years ago

Comments

তোমার হোম কোয়ারেন্টাইন এর সাথে আমার হোম কোয়ারেন্টাইন এর অনেক মিল রয়েছে। কিন্তু আর কতদিন থাকতে হবে জানিনা।

$ 0.00
4 years ago

সেটাই তো সমস্যা। এভাবে বাসায় থাকতে তো আর ভালো লাগে না। বই পড়ে,শুয়ে, বসে থেকে আর কত। তারপরও দিন দিন যেভাবে আক্রান্ত লোকের সংখ্যা বাড়ছে তা আর নাই বা বলি।

$ 0.00
4 years ago

হ্যাঁ ভাই সবার হোম কোয়ারান্টিনে সাথে মিল আছে।। এখন যে পরিস্থিতি ব্যাপারটা এমনই হয়ে দাঁড়িয়েছে।।। আশা করি সবাই থেকে মুক্তি পাবো।।। মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।।।

$ 0.00
4 years ago

তবে এভাবে আটকা থাকার পর একটা বিষয় খুব মনে পড়ছে। যে মাসের পর মাস আমার আম্মু কিভাবে বাসায় থাকে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাতেই তাতেই এই অবস্থা আমাদের। লকডাউন থাকার পর ও বাইরে যাওয়া পড়ে তবু এই অবস্থা। আশা করি এই দিন থেকে আমরা একদিন মুক্তি পাব।

$ 0.00
4 years ago

হ্যাঁ ভাই ঠিকই বলেছেন এমন আটকা জীবন আর ভাল লাগেনা।।।। এর থেকে আসলে মুক্তি চাই।।। আমি কলেজ ইউনিভার্সিটি'তে যায়না চার মাস হচ্ছে ভাই।।। ভালো লাগে না বাড়িতে থাকতে।।।

$ 0.00
4 years ago

বাড়িতে থাকতে ভালো লাগে না কিন্তু এখন এই বাড়িতে থাকাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ। দিন দিন যেভাবে মৃতের সংখ্যা বাড়ছে তা খবর দেখলেই বুঝা যায়।

$ 0.00
4 years ago

এমন বন্দী জীবন আর ভালো লাগে না। এখন মুক্তি চাই। কতদিন হলো বাসার বাইরে যাই না। বাহিরটাকে মন ভরে দেখি না। বন্ধুদের সাথে আর আড্ডা দেয়াও হয় না।

$ 0.00
4 years ago

আর ভালো লাগছে না এভাবে থাকতে।আল্লাহ যে কবে সবকিছু ভালো করে দিবে,ততোদিনে নিজে বেঁচে থাকব কি না জানি না।আশা রাখছি সব ঠিক হয়ে যাবে।

$ 0.00
4 years ago

এখন একমাত্র এটাই আশা যে সব কিছু হয়ত একসময় ঠিক হয়ে যাবে কিন্তু ওই একসময় পর্যন্ত কি আদৌ আমি বা আমরা বেঁচে থাকব কিনা জানি না। সব কিছুই এখন আশা মাত্র।

$ 0.00
4 years ago

বর্তমান সময়ের উপর একটি কষ্টের সময় নেই।।।। আমি পুরা তিনমাস বাড়িতে আছি।।। কলেজ ইউনিভার্সিটি স্বভাব জীবনটা যে কত কষ্টের এবং কত যন্ত্রনা তা বাড়িতে থেকে বোঝা যাচ্ছে।।।

$ 0.00
4 years ago

বাড়িতে থাকতে থাকতে অলস হয়ে যাচ্ছি। শুধু খাই,ঘুমাই আর গল্পের বই পড়ি। কিন্তু দিন দিন যেভাবে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে খুব ভয় হয়।

$ 0.00
4 years ago

এই কোয়ারেন্টাইন এ সবচেয়ে পেইন ফুল হচ্ছে বিড়ি ওপেন সুখের সাথে টানতে পারছিনা। বাসার থেকে বের হলেই বলে কি কাজে যাস হ্যানত্যান । ভাললাগছেনা আর 😭

$ 0.00
4 years ago

হা হা হা। যার জন্য যা দরকার। আপনি বিড়ি ওপেন ভাবে না টানতে পারার জন্য কষ্ট পাচ্ছেন আর আমি বাসায় একা থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি। আর ভালো লাগে না।

$ 0.00
4 years ago

তবে এটা খুবই উপকারী হয়েছে আমাদের জন্য সঠিকভাবে নিরাপত্তা ভাবে থাকতে পারছি বাড়িতে আর বাইরে গেলে অনেক বিপদজনক অবস্থায় থাকতে হয়।।। ধন্যবাদ।।।

$ 0.00
4 years ago

হ্যা বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে এখন বাসায় থাকাই সব থেকে বেশি নিরাপদ। আজ এক লাখ ছাড়ালো আক্রান্তের সংখ্যা। দিন দিন আরো বাড়বে। তাই নিরাপদে থাকুন।

$ 0.00
4 years ago

আপনার আর্টিকেলটি পড়ে সবাই বুঝতে পেরেছে যে হোম করেনট্রেনের সময় কতটা কষ্ট লাগে এবং কতটা অসহায় লাগে জীবনটা অনেক বিপজ্জনক অবস্থায় থাকে।।। ধন্যবাদ আপনাকে

$ 0.00
4 years ago

হোম কোয়ারেন্টাইন হয়তো সুখের কিছু না কিন্তু এখন এই হোম কোয়ারেন্টাইন নামক বদ্ধ জীবন ছাড়া বাঁচার আর উপায় নেই। বাঁচার জন্যই সরকার আমাদের গৃহ বন্দি করছে।

$ 0.00
4 years ago

হোম কোয়ারেন্টাইনের দিনগুলো কষ্ট হলেও হোম কোয়ারেন্টাইন এ থাকা আমাদের জন্য নিরাপদ।আমরা যতক্ষণ ঘরে থাকবো ততক্ষণই নিরাপদ থাকবো।

$ 0.00
4 years ago

হ্যা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করেই সরকার আমাদের হোম কোয়ারেন্টাইন এ রেখেছে। কিন্তু পরিবারের অভিভাবকদের অর্থ উপার্জনের জন্য বাইরে যেতেই হয়।

$ 0.00
4 years ago

আপু আপনাকে পোস্ট এর জন্য ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে। এটা একটা সমসাময়িক ঘটনা নিয়ে লিখেছেন।সবার কাজে আসবে।

$ 0.00
4 years ago

এটা সমসাময়িক একটি ঘটনা যা শুধু আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমি, আপনি আমরা সবাই এখন এই ঘটনার সাক্ষী। আমরা সবাই ঘর বন্দি।

$ 0.00
4 years ago

I understand a lot about him in the home quarantine. I really love him when everyone in the family is together. But Dad has to go out for the family.

$ 0.00
4 years ago

It is very sad that every working parents are out of home. Doctor,service-holder, banker, private job worker are always out of home in this situation.

$ 0.00
4 years ago

হোম কোয়ারেইন্টাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে হোম কোয়ারেইন্টাইন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদিও এটি কারোই পছন্দের নয় কিন্তু নিজেদের এবং নিজের প্রিয়জনদের ভালোর জন্য আমাদের এটা মেনে চলতে হবে।

$ 0.00
4 years ago

হ্যা। এই হোম কোয়ারেন্টাইন আমার বা আপনার কারোরি পছন্দের না হওয়াটাই স্বাভাবিক। কেউ তো আর ঘর বন্ধী থাকতে পছন্দ করে না। কিন্তু তাও এটা আমাদের পালন করতে হবে।

$ 0.00
4 years ago

হ্যাঁ, সেটাই। কারোই ভালো লাগে না ঘরে বন্ধী হয়ে থাকতে। কিন্তু দেশের যে বর্তমান পরিস্থিতি তাতে ঘরে থাকা ছাড়া আর অন্য কোন উপায় ও নেই।

$ 0.00
4 years ago

দেশের পরিস্থিতি অনেক খারাপ। তাই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। নিজে সুস্থ থাকুন পরিবারের সবাইকে সুস্থ রাখুন। ঘরে থাকুন।

$ 0.00
4 years ago

অবশ্যই , আপনি ও খুব সাবধানে থাকবেন৷ প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া এখন খুবই বিপজ্জনক। তাই ঘরে থাকাটাই এখন আমাদের সকলের জন্য ভালো।

$ 0.00
4 years ago

এখন বর্তমান পরিস্থিতিতে ঘরে থাকাই সবচেয়ে নিরাপদ। ঘরে থাকলে নিরাপদে থাকবেন নয়তো বাইরে গেলে ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

$ 0.00
4 years ago

This post is about home quarantine. This day is very important to our life. We can not fight against virus with out it.

$ 0.00
4 years ago

If we can fight from the covid-19 virus or corona virus, we all need to stay home. It is very important for human beings Now-a-days. Stay home and safe.

$ 0.00
4 years ago

করোনাভাইরাস আসার পর থেকে আমরা এইযে লগডাউনে ঘরে বসে আছি। জন্মের পর থেকে এরকম কখনো দেখি নাই। যাইহোক এই বাসায় থাকা অবস্থায় অনেক ঘটনা ঘটছে।

$ 0.00
4 years ago

আমি চাই আপনিও আপনার হোম কোয়ারেন্টাইন এর ঘটনা আমাদের সবার সাথে শেয়ার করুন। তাহলে আমরা জানতে পারব আপনার দিনগুলো কেমন যায়।

$ 0.00
4 years ago

তোমাকে ধন্যবাদ তোমার হোম কোয়ারেন্টাইন এর দিনগুলোর কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের প্রত্যেকেরই এই সময়টা অনেকটা তোমার মত কাটছে।

$ 0.00
4 years ago

সবার দিনগুলো এমনই যায় বলে আমার ধারনা। কারো হয়ত এর থেকে ভালো দিন কাটে আবার কারো হয়ত এর থেকে খারাপ ভাবে দিন অতিবাহিত হচ্ছে। আমাদের সকলকে সুস্থ থাকা দরকার।

$ 0.00
4 years ago

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার জন্য। হোম কোয়ারেন্টাইন আমাদের সকলের মেনে চলতে হবে এখন নিজেদেরকে সুস্থ সবল রাখার জন্য।

$ 0.00
4 years ago

নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকার জন্য হোম কোয়ারেন্টাইন এর পরামর্শ দিন। এতে হয় তো আক্রান্তের সংখ্যা একটু হলেও কমবে। ভালো থাকুন।

$ 0.00
4 years ago

হ্যাঁ, অবশ্যই। দেশের এই রকম পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিত সাবধানতা অবলম্বন করা, আর তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হোম কোয়ারেন্টাইন৷

$ 0.00
4 years ago

হোম কোয়ারেন্টাইন ছাড়া বর্তমানে বাঁচার সম্ভাবনা ক্ষীণ। অনেকে বাসার বাইরে যায় কাজের তাগিদে। কাজ করলে টাকা পাবে তাই।

$ 0.00
4 years ago