টাইটেলটা খুব অদ্ভুত!!! তাই না। তাহলে একটু বিস্তারিত বলি। এখানে বলা প্রত্যেকটি কথা আমি আমার মতো করে বলছি। এতে অন্য কারো মত নাও থাকতে পারে। ধন্যবাদ।
প্রথমত বলি বিশ্বাস নিয়ে। বিশ্বাস নামক অনুভূতিটি বড়ই অদ্ভুত লাগে আমার কাছে। যাকে বিশ্বাস করা ঠিক না তাকে বিশ্বাস করে বসি আর যাকে বিশ্বাস করা দরকার তাকে একটুও বিশ্বাস করি না। সত্যি অদ্ভুত, তাই না???
এখন বলি ভয় নিয়ে। ভয় মূলত একটি মনের ভীতিকর অনুভূতি। আমরা সচরাচর সেই জিনিস বা বিষয়টার প্রতি ভীতিকর অনুভূতি প্রকাশ করি যার সাথে আমরা পেরে উঠি না।
এখন বলি, সৃষ্টিকর্তাকে আমরা বিশ্বাস করি নাকি ভয়। কেউ বলে দুটোই করি,কেউ বলে একটিও না। যারা নাস্তিক তারাই হয়ত বলবে বিশ্বাস,ভয় কোনটাই করি না।
বিশ্বাস এবং ভয় দুটোই মূলত মনের আবেগ বা মানসিক অবস্থা। যা জোর করে হয় না। মন থেকে আসতে হয়।
যেমন ধরুন, আমি বিশ্বাস করি ভূত বলতে পৃথিবীতে কিছু নেই। কিন্তু তারপরও ভূতের নাম শুনলেই ভয়টা মনের মধ্যে চলে আসে। এমনটা শুধু আমার সাথেই হয় এমন নয়। এমনটা অনেকের সাথেই হয়। এমন আরো অনেক উদাহরণ আছে।
ধন্যবাদ পাশে থাকার জন্য।
বিশ্বাস নাকি ভয় আসলেই বিষয় টা অদ্ভুত আবার ভাল ও লাগল পড়ে।