🕌 "দূর্বলদের কথা স্মরণ রাখা" 🕌
"""""""""""""""""""""""""""'""""""'""""""""'"""""""
💢বিসমিল্লাহির রহমানির রহিম, 💢
-----------------------------------------
আবু হুরাইরা (রাঃ) হইতে বর্ণিত-
রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন :
"তোমাদের কেউ নামাজে ইমামতি করলে, সে যেন নামাজ সংক্ষেপ করে।
কেননা, তাদের মধ্যে দূর্বল, রোগী, বৃদ্ধ ও কর্মব্যস্ত লোক থাকে।
অবশ্য যখন তোমাদের কেউ একাকী নামাজ পড়বে, তখন
সে ইচ্ছামত তা দীর্ঘ করতে পারে।"
[বুখারী, মুসলিম, তিরমিযী থেকে মিশকাত]
~~~
ব্যাখ্যা : নামাজ সংক্ষেপ করার অর্থ (জামাতে) সুন্নত তরীকা অনুযায়ী
নামাজ পড়াবেন এবং
কিরাআত ও রুকু সিজদা অধিক দীর্ঘ
করবে না।
অবশ্য সংক্ষেপ করার উদ্দেশ্য এ নয় যে, নামাজের রুকনসমূহ
তাড়াহুড়ো করে আদায় করবে, যার ফলে নামাজের গাম্ভীর্য ও শান্ত পরিবেশ
(মূল উদ্দেশ্যই) নষ্ট হয়ে যায়।
[অনুবাদক]
4
10
Written by
Safwan
Safwan
4 years ago
ভালো লাগার মতোন একটি পোস্ট। কথাগুলো সত্যি। আর এখন ২-১ টা হাদিস সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ