স্বামীকে ভালোবাসুন

5 17

★স্বামীকে ভালোবাসুন

কারণ, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার হুকুম থাকতো সে হতো আপনার স্বামী।

.

★স্বামীকে ভালোবাসুন

যখন সে ঘরে ফিরে আসে, এক টুকরো মিষ্টি হাসির মাধ্যমে।

কারণ সে আপনার জন্য হালাল রিজিকের চেষ্টায় সারাদিন খাটনি করে ক্লান্ত দেহে বাড়ী ফিরেছে।

.

★স্বামীকে ভালোবাসুন

যখন সে আপনাকে বলে, বৌ! তুমি আমার মা-বাবা পরিবার পরিজনের খেদমত করো।

কারন এই মা-বাপ ছাড়া আপনি আপনার স্বামীটিকেই পেতেন না, আর আপনার স্বামীর জান্নাত, আয় উন্নতি তার মা-বাবার দোয়া, সন্তুষ্টির মাধ্যম যা আপনার সাথে জড়িত।

.

★স্বামীকে ভালোবাসুন

যখন সে বলে, বৌ! সংসারের কাজের পাশা-পাশি ওয়াক্ত মতো নামাজটাও পড়ে নিও।

কারণ সে জান্নাতেও আপনার সাথেই থাকতে চায়।

.

★স্বামীকে ভালোবাসুন

যখন সে আপনাকে পরিপূর্ণ পর্দার সাথে চলতে বলে, কারন সে চায় না তার সুন্দরী স্ত্রীকে অন্য কোন পরপুরুষ দেখে ফেলুক এবং তার স্ত্রী গুনাহগার হোক।

.

★স্বামীকে ভালোবাসুন

যখন সে আপনাকে একাকী বাহিরে বের হতে নিষেধ করে, কারণ সে জানে মাহরাম পুরুষ ছাড়া অযথা মেয়েদের জন্য বাইরে বের হওয়া হারাম।

.

★স্বামীকে ভালোবাসুন

যখন সে আপনার জন্য কোন গিফট নিয়ে আসে, যদিও তা কম দামী হয়, বা আপনার পছন্দ না হয়।

কারন সে ভালোবাসে বলেই আপনাকে সারপ্রাইজ দিয়েছে।

.

★স্বামীকে ভালোবাসুন

যখন সে আপনাকে সবসময় পরিপাটি হয়ে থাকতে বলে, কারন সে অন্য সকল নারীর থেকে দৃষ্টি হেফাজত করতে চায়।

.

★স্বামীকে ভালোবাসুন

যখন সে আপনার কাছে একটু সোহাগ কামনা করে, কারন সে অন্য নারীতে আসক্ত নয়।

.

★স্বামীকে ভালোবাসুন

যখন সে আপনার কাছে নিজেকে জাহির করতে চায়, কারন সব হাজবেন্ড-ই চায় তার স্ত্রীর কাছে সে হিরো হয়ে থাকুক।

.

★স্বামীকে ভালোবাসুন

যখন সে অসময়ে আপনার হাতের বিশেষ কোন আইটেমের খাবার খেতে চায়, কারন সে ভালবাসার মানুষটির সেই রান্নাটাকে এখন মিস করছে।

.

★স্বামীকে ভালোবাসুন

যখন সে কোন কারনে আপনার সাথে অভিমান করে, কারন অতিমাত্রায় ভালোবাসা থেকেই কিন্তু অভিমান সৃষ্টি হয়।

.

★স্বামীকে ভালোবাসুন

যখন সে আপনার লাইফ পার্টনার, যার সাথে জীবনটা পার করবেন বলে মা- বাবার ঘর ছেড়েছেন তাকে যদি ভালো না বাসেন তবে জীবনটা পার করবেন কি করে ?

.

★পরিশেষে একটি বিশেষ সতর্কবাণীঃ-

স্বামী যখন কোন কারনে রেগে যায় তখন ভুল করেও আপনি তর্ক করতে যাবেন না। একেবারে চুপ করে থাকবেন।

যদিও আপনি নির্দোষ ছিলেন।

ধন্যবাদ প্রিয়❤

3
$ 0.00

Comments

Nisite pain in the head in the lap of the moon Remember, even if you have trouble in my eyes Eyes. Rekhona send me occasional chest pain.

$ 0.00
4 years ago

জগত সংসার স্বামী ছাড়া এক পাও অগ্রসর হয় না। সব জায়গাতে স্বামীর প্রয়োজন।ধন্যবাদ আপনাকে গল্পের মাধ্যমে এত সুন্দর তথ্য দেওয়ার জন্য।

$ 0.00
4 years ago

একজন সতী নারী র সমস্ত হদয় জুড়ে থাকে তাঁর স্বামীর জন্য ভালোবাসা। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত।

$ 0.00
4 years ago

Prithibite shami hosse amar shukh dukher shongi. Protteker uchit tar shami ke valobasha, sroddha kora ebong tar prottekta kotha mene chola. Sukhe dukhe sorboda tar pase thaka.

$ 0.00
4 years ago

I like your article.. Your is article very nice and inspire me.. Thanks for sharing.. Keep it up

$ 0.00
4 years ago