Khanikta Tamar tar

0 11
Avatar for Saeedbb1
3 years ago

মানিক চেঁচিয়ে পড়ছিল খবরের কাগজ শ্রোতা হচ্ছে জয়ন্ত। সে চোখ বুজে ইজিচেয়ারে শুয়ে আছে। তার মুখে বিরক্তির লক্ষণ । কোন খবরে নূতনত্ব নেই। খুনীরা খুন করছে সেই পুরাতন উপায়ে। চোররাও চুরি করবার নূতন পথ আবিষ্কার

করতে পারছে না। সাধু এবং অসাধু সব মানুষই হচ্ছে একই বাঁধা পথের পথিক।

মানিক একটা নূতন খবর পড়ছে : ‘ অদ্ভূত দৈব দুর্ঘটনা! ‘ গত সপ্তাহে শালিখার একটা বাড়িতে অজিতকুমার বসু নামক জনৈক যুবক বজ্রাঘাতে মারা পড়িয়াছিল, এই সংবাদ আমরা যথাসময়ে পত্রস্থ করিয়াছি । গত পরশ্য রাতে আবার সেই

বাড়িতেই অজিতকুমারের দ্বিতীয় ভ্রাতা অসীমকুমারের মৃত্যু হইয়াছে ঐ বজ্রাঘাতের

ফলেই। ইংরেজী প্রবাদে বলে, দুর্ভাগ্য কখনো একা আসে না। কিন্তু উপর-উপরি দুইবারই একই পরিবারে একই দুর্ভাগ্যের এমন আশ্চর্য আবির্ভাবের কাহিনী আমরা আর কখনই শ্রবণ করি নাই।’ জয়ন্ত চোখ মেলে সোজা হয়ে উঠে বসে বললে, ‘

থামো মানিক। আপাতত আর কোনও খবর পড়ে শোনাতে হবে না।’ মানিক হেসে বললে, ‘ বুঝেছি।’

‘ কি বুঝেছ ?’

‘ এই খবরটার ভিতরে তুমি চিন্তার খোরাক

পেয়েছ।’

0
$ 0.00
Avatar for Saeedbb1
3 years ago

Comments