যোগ্যতা

0 29
Avatar for Sadiasapa
3 years ago

যোগ্যতা নিয়ে উক্তি বাণীঃ


সত্যিকারের যোগ্যতা নদীর মতো, এটি যত গভীর হয় তত কম শব্দ করে ।
— জর্জ সাবিল


কখনও কাউকে তার যোগ্যতার সমান পুরস্কৃত করো না, তবে সর্বদা বোঝাতে হবে যে পুরষ্কারটি তার উপরে ছিল ।
— হেনরি ফিল্ডিং


কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়।
— হুমায়ূন আহমেদ


যেখানে আমরা যোগ্যতার প্রতিযোগিতা করতে পারি, সেখানে আমরা খুব ভালো কিছু আশা করতে পারি ।
— জেমস এল বারকসডেল


যোগ্যতা হিংসার প্রতিদ্বন্দ্বি ।
— জন ড্রাইডেন


যোগ্যতার উচিত বিবেচনা একজন যোগ্য ব্যক্তির দ্বারা সম্ভব, অযোগ্যের হাতে পড়লে যোগ্যতার নির্মমভাবে খুন হয়ে থাকে ।
— অজানা


নিজেকে এতটাই যোগ্য তৈরি করো , সাফল্য যেন তোমার যোগ্য হতে চায় ।
— প্রবাদ


নিজের যোগ্যতা বুঝতে শেখো, তাহলে সব সমস্যার সমাধান করতে পারবে ।
— প্রবাদ


সবাইকে সব অভিমান আর কষ্টের কথাগুলো বলা যায় না, কিছু জিনিস নিজের মধ্যে সীমিত রাখতে হয় কারণ সবার সেই অভিমান গুলো বোঝার মতো যোগ্যতা থাকে না ।
— অজানা


যোগ্যতা যাচাই করার জন্যেও যোগ্যতা প্রয়োজন ।
— প্রবাদ


তুমি কতটুকু যোগ্য, সেটা তোমার কাজে প্রমাণ পাবে ।
—প্রবাদ


মানুষ হয় দুই প্রকারঃ প্রথম- যারা ভালোবাসা চেয়েও পায় না । দ্বিতীয়- যারা ভালোবাসা তো পায় তবে তার যোগ্য হয় না ।
— অজানা


যোগ্যতা এমন একটি বিশেষ জিনিস যা আমাদের সবার মাঝে থাকা উচিৎ । কিন্তু একথা জানার পরেও আমরা এই বিষয় নিয়ে তেমন কোন চিন্তা করিনা এবং আমরা আমাদের যোগ্যতা বাড়ানোর জন্য কোন চেস্টা করি না । এটা আমাদের উচিৎ নয় । আমাদের প্রত্যেকের উচিৎ আমাদের নিজেদেরকে যে কোন কাজের জন্য যোগ্য করে তোলা । তাহলে আমরা আমাদের পরিবার ও সমাজের কাছে অনেক সন্মান পাবো । এবং সবাই আমাদের কথা মেনে চলবে ।




1
$ 0.00
Avatar for Sadiasapa
3 years ago

Comments