মা নিয়ে কিছু কথা

0 7
Avatar for Sadiasapa
3 years ago

মা- শব্দটি মনে আসলেই, মনের ভেতর মায়া মমতার ভার অসম্ভব মাত্রায় বেড়ে যায়। যেটার ভার বইবার সামর্থ্য মনে হয় না কোন রক্ত মাংসের মানুষ কে দেওয়া হয়েছে। যে মমতা আর যে ভালবাসা রক্ষাকারী দেওয়াল হয়ে আপনাকে ঘিরে থাকে সবসময়, প্রতিটি মুহূর্তে, সে মায়া মমতা পূর্ণ ভালবাসা আপনি একমাত্র আপনার মা থেকেই পাবেন। আর কারও পক্ষে এভাবে নিঃস্বার্থ ভাবে ভালবাসা সম্ভব হবে না আপনাকে। মা বরাবরই আপনাকে ভালবেসে যাবে, যদিও আপনি তাকে হাজারও কষ্ট দিন, দুঃখ দিন। দিন শেষে মা কিন্তু আপনার ভালোর জন্যই প্রার্থনায় মুখরিত থাকে। আপনি যখন ছোট ছিলেন, আপনার মা আপনাকে যেভাবে দিনের পড় দিন নিজের জীবন এর সব মায়া মমতা ত্যাগ করে আপনার জন্য শুধু মাত্র আপনার জন্য তার প্রতিটি মুহূর্ত পার করে দিয়েছে, সেই মুহূর্ত গুলো ক্রমেই আপনাকে ধীরে ফেলেছে এক সম্ভব মায়া মমতার দেয়াল দ্বারা। হুম, সম্ভব বলছি এ কারণে। সেই মা এর ক্ষেত্রেই এটা সম্ভব। এছাড়া দুনিয়াতে নিঃস্বার্থ ভালবাসা আপনি কারও থেকে পাবার আশা করতে পারেন না। এবং আশা করেও ঠকবেন। একমাত্র মা কখনও আপনাকে ঠকাবে না। কারণ এই মা তিলে তিলে নিজের জীবন এ হাজারও কষ্ট সহ্য করে আপনাকে দুনিয়াতে নিয়ে এসেছে, সেই মা কখনোই আপনার প্রতি তার মায়া মমতার দেয়াল ভাঙতে দিবে না। এরকম নিঃস্বার্থ ভালবাসা পূর্ণ মায়া মমতা, সম্ভব। শুধুমাত্র মা পারে এটাকে সম্ভব করতে। দুনিয়াতে আর কোন ব্যক্তি নেই যার পক্ষে এতটা ভালবাসা সম্ভব। আমার জানা মত সৃষ্টির আনন্দ অন্য অনেক আনন্দের থেকে বহুগুণ বেশি। আর যে মা আপনাকে দুনিয়াতে এনেছে, যে আনন্দ সে পেয়েছে, সে সবসময় চাবে সেই আনন্দ ধরে রাখতে এবং তার সে আনন্দের উৎস কে সব থেকে বেশি যত্ন করতে আর একারণেই মা এর ভালবাসার সমকক্ষ তো দূরের কথা, এর ধারে কাছের কোন অনুভূতি যাবার সামর্থ্য রাখে না।

1
$ 0.00
Avatar for Sadiasapa
3 years ago

Comments