পিঁপড়া সম্পর্কে জানা-অজানা তথ্য

1 16
Avatar for Sadia665
4 years ago

আমাদের পৃথিবীর এই বৈচিত্রময় সৃষ্টিজগতে আছে নানা রকম সৃষ্টি।তার মধ্যে পিঁপড়া এক অনন্যসাড়া ধারণ সৃষ্টি। বর্তমান জ্ঞান বিজ্ঞানের গবেষণায় পিঁপড়া সম্পর্কে জানা যাচ্ছে অবাক করা নানা তথ্য। পিঁপড়ার কিছু অনন্যসাধারণ দৈহিক বৈশিষ্ট্য:

১.সমস্ত পোকামাকড়ের মধ্যে পিঁপড়া সবচেয়ে উন্নত মস্তিষ্কের অধিকারী।

২.পিঁপড়ার কোন কান নেই। এদের হাটু ও পায়ে অবস্থিত বিশেষ ধরণের সেন্সিং ভাইব্রেশনের সাহায্যে এরা শুনতে পায়।

৩.এদের ২ টি পাকস্থলি যার একটিতে নিজের জন্য এবং অন্যটিতে অন্যের জন্য খাদ্য জমা রাখে।

৪.এদের কোন ফুসফুস নেই। এদের দেহে অবস্থিত অসংখ্য ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে বাতাস চলাচল করে।

৫.এরা দেহের চেয়ে ২০ গুণ ওজন বহন করতে সক্ষম।

৬.এদের দেহের গঠন এমন যে কোন উড়োজাহাজ থেকে ফেলেও একটুও‌ ব্যাথা পাবে না।

পিঁপড়া সামাজিক জীব। এরা কলোনী আকারে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে।এদের থেকে আমরা সুশৃঙ্খল জীবনযাপনের শিক্ষা নিতে পারে। এরা কোন বিপদের আভাস পেলে অন্য সবাইকে সতর্ক করে । একে অপরকে সাহায্য সহযোগিতা করে। এই পিঁপড়ার মতো একটা অতিক্ষুদ্র প্রাণী হয়েও আমরা তার থেকে শিক্ষা নিয়ে সমস্ত স্বার্থপরতা পরিত্যাগ করে পরস্পর সাহায্যকারী ও উপকারী বন্ধু হিসেবে বসবাস করতে পারি। পিঁপড়া সম্পর্কে তাই বলা যায়,এরা ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়,সামান্য হলেও মূল্যহীন নয়।

1
$ 0.00

Comments

done

$ 0.00
4 years ago