2
14
কোনো এক বিশাল অথৈ সমুদ্রপাড়ে তাবু গাড়বো কোনো এক গ্রীষ্মের পড়ন্ত বিকেলবেলা, আস্তে আস্তে সন্ধ্যা গড়াবে।।আকাশ ছুয়ে যাবে কালো মেঘে, রাতে যখন তাবুর ভিতর আলোর প্রদীপ জ্বেলে দিবো তখন বাইরে থেকে আসবে সমুদ্রচিৎকার আর বাতাসের শো শো শব্দ।।টিপটাপ বৃষ্টি চুয়ে পড়বে আকাশভেংগে।।।ভিতরে সন্ধ্যাপ্রদীপে আমার প্রিয়তমার মুখখানা উদ্দীপ্ত হয়ে উঠবে।।হটাৎ আকাশ গর্জে ফেটে পড়বে বজ্রনাদ।।।আর বজ্রনাদের চিৎকারে প্রিয়তমা ঠিক সিনেমার মত জড়িয়ে ধরবে আমাকে
tnx