ওহে সু-কেশী কন্যা, তোমার রেশম কালো খোলা চুলগুলো যখন বাতাসে ওরে তখন রিদয় গভীরে যেন উন্মাদ সাগরের ঢেউ খেলে যায়।।তোমার চওড়া ললাটপানে তাকালে সুবিশাল মরভুমির উত্তাপের মত হাহাকার করে উঠে বুকের বাম পাশে।।মনে হয় যেন করনারী আর্টারি দুটি ছিড়ে যাবে এখনই।। তোমার ডাগর ডাগর চক্ষুপানে তাকালে হটাৎ করে বাম পাশে পঞ্চম এবং ষষ্ট পর্শুকার মাঝে কেমন যেন কাপুনি ধরে যায়,মনে হয় যেন কোনো ইঞ্জিনের পিস্টন গুলো পিষে দিয়ে যাচ্ছে পর্শুকারগুলো।।তোমার পাখির চঞ্চুর মত নাক যেন পৃথিবীর অষ্টম আশ্চার্য।। গোলাপ পাপড়ির মত ঠোট দুটো যেন মোহময় কোনো আকাং্খিত রত্ন।।যত বার তাকাই ,তত বার নেশা ধরে যায়।।মাতাল হয়ে যাই অচেনা ঘোরের নেশায়।আলহামদুলিল্লাহ,স্রষ্টার সৃষ্টি যে এত সুন্দর তা তোমাকে দেখে বুঝেছি।।ঠোটের নিচে ওই কালো তিলটা ঢেকে রাখতে পারো না?? কোনো পুরুষ যদি পাগল হয়ে যায়।।এর দায়ভার কে নিবে? হুম? আচ্ছা,তোমার চিবুকখানা দেখে কোনো মেয়ে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয় নি তোহ??? তোমার সামনে যখন দাড়াই তখন মনে হয় কোনো আয়নার সামনে দাড়িয়ে আছি,ত্বকের নিচের শিরাগুলোর রক্ত সঞ্চালনও দেখা যায়।।তোমার ঔজ্জ্বল্য কি কোহিনুর হিরার থেকেও বেশী নয়? মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি,ইতিহাসখ্যাত ক্লিওপেট্রা কিংবা রানী বিলকিস কি তোমার সামনে দাড়াতে পারতো? যদি এযুগে তারা জন্মাতো।।।
4
24
Wow... Great article