মাশরুম

2 16

“🍄🍄ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ,হৃদরোগ, গ্রাস্টিকের সমস্যা,আমাশয়, যৌনশক্তি বৃদ্ধি ইত্যাদি সমস্যা থেকে রক্ষা পেতে মাশরুমের কার্যকরি ভূমিকা🍄🍄 🍄মাশরুম নানবিধ গুনে সমৃদ্ধ বিধায় এর গুনের কথা বলে শেষ করা যাবেনা; তন্মদ্ধে খুব উপকারী ও দরকারি কিছু পুষ্টি উপাদানের কারযকারিতা সম্পর্কে নিম্নে উল্লেখ করা হলোঃ 🍄🍄মাশরুমে কি কি আছে? 🍄ভিটামিন বিঃ ভিটামিন বি শরীরের অতিরিক্ত প্রোটিন চর্বি ও কার্বোহাইডেট ভেঙ্গে কোষগুলোকে শক্তি সর্বোরাহ করে। এছাড়া ভিটামিন বি স্নায়ুতন্ত্রের উন্নয়নে ভূমিকা রাখে। 🍄রেবোফ্লেভিনঃ রেবোফ্লেভিন শরীরের দরকারি হরমোন তৈরিতে সাহায্য করে এবং এটি স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। 🍄নিয়াসিনঃ নিয়াসিন প্রয়োজনীয় লোহিত রক্ত কনিকার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। 🍄পেন্টোথেনিক অ্যাসিডঃ পেন্টোথেনিক অ্যাসিড স্বাস্থ্যকর ত্বকের উন্নতি করে এবং হজম ও স্নায়ুতন্ত্রগুলি সঠিকভাবে কাজ করছেকিনা তা নিশ্চিত করে। 🍄সেলেনিয়ামঃ সেলেনিয়াম একটি অ্যান্টিঅক্সিড্যান্ট হিসাবে দেহের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করার লক্ষে কাজ করে যা হৃদরোগ, কিছু ক্যান্সার এবং বার্ধক্যজনিত অন্যান্য রোগের কারণ হতে পারে। এছাড়াও এই উপাদানটি পুরুষদের মধ্যে প্রতিরোধ ব্যবস্থা এবং উর্বরতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 🍄এরগোথিয়াইনিনঃ এরগোথিয়াইনিন একটি প্রাকৃতিকভাবে উৎপাদিত অ্যান্টিঅক্সিড্যান্ট যা শরীরের কোষগুলিকে সুরক্ষিত করতে সহায়তা করে। 🍄কপারঃ তামা লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে,যা সারা শরীর জুড়ে অক্সিজেন বহন করে। তামা আমাদের দেহের হাড় এবং স্নায়ু সুস্থ রাখতেও সাহায্য করে। 🍄পটাসিয়ামঃ পটাসিয়াম সাধারণ তরল ও খনিজ ভারসাম্য রক্ষণাবেক্ষণে সহায়তা করে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি হার্টসহ স্নায়ু এবং পেশীগুলি সঠিকভাবে কাজ করতেও ভূমিকা রাখে। 🍄বিটা-গ্লুকানঃ বিটা-গ্লুকানস অ্যালার্জির উদ্দীপক প্রভাবগুলি বিরুদ্ধে প্রতিরোধে গড়েতোলে এবং মানবদেহে ফ্যাট ও শর্করার বিপাক সম্পর্কিত শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলিতে অংশ নিতে সহায়তা করে। ঝিনুক,শীটকে এবং স্প্লিট গিল মাশরুমগুলিতে থাকা বিটা-গ্লুকানগুলি সবচেয়ে কার্যকর হিসাবে বিবেচিত। 🍄🍄মাশরুম কেন খাবো?🍄🍄 🍄ডায়বেটিসঃ আমরা জানি যে এই রোগটি নিরাময়যোগ্য নয় তবে নিয়ন্ত্রণযোগ্য। মাশরুম প্রাকৃতিক ইন্সুলিন উৎপাদন করে রক্তে শর্করার ভারসাম্য বজায় রেখে ডায়বেটিস নিয়োন্ত্রন করে। 🍄রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃ মাশরুমের পুষ্টিগুণ মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকারী ভূমিকা পালন করে। নিয়মিত মাশরুম খেলে কোষের শক্তি বৃদ্ধি পায় ও শরীর বিভিন্ন রোগব্যাধি থেকে সুরক্ষিত থাকে। 🍄হৃদরোগ প্রতিরোধঃ মাশরুমের খনিজ উপাদান রক্তসঞ্চালনের স্বাভাবিক গতি বজায় রেখে হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে। রক্তের ক্ষতিকর চর্বি হ্রাস করে ফলে হৃদরোগজনিত ঝুকি প্রতিহত হয়। 🍄কোষ্ঠকাঠিন্য ও বদহজমঃ মাশরুম একটি আঁশজাতীয় খাবার তাই এটি পরিপাকতন্ত্রে খাদ্য হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য ও বদহজম প্রতিরোধ করে। আপনার হজম শক্তি বৃদ্ধির একমাত্র প্রাকৃতিক পথ্য হচ্ছে মাশরুম তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প পরিমাণের হলেও মাশরুম রাখা উচিত। 🍄আমাশয় নিরাময়েঃ মাশরুমের এ্যন্টিঅক্সিডেন্ট আমাশায় নিরাময়ে খুবই কার্যকার। 🍄 এছাড়া প্রতিদিনের খাদ্যতালিকায় মাশরুম থাকলে এ রোগের ঝুকি বহুগুণে হ্রাস পায়। 🍄যৌনশক্তি বৃদ্ধিঃ মাশরুমে বিদ্যমান পুষ্টি উপাদান যৌন উত্তেজক হরমোন বৃদ্ধিতে খুবই উপযোগী ভুমিকা রাখে। প্রতিদিন তিনবেলা মাশরুম জাতীয় খাবার খেলে যৌনশক্তি বৃদ্ধি পায়। 🍄উচ্চরক্তচাপ নিয়ন্ত্রনঃ মাশরুম রক্তের ক্ষতিকর কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রন সহায়তা করে। এছাড়া মাশরুম লোহিত কনিকা তৈরিতে সহায়তা করে সুস্থ মানের রক্ত উৎপাদন নিশ্চিত করে। 🍄শারীরিক দুর্বলতাঃ নিয়মিত মাশরুম খেলে শরীরের পুষ্টি অভাব পূরনের পাশাপাশি শারীরিক দুর্বলতা দূরীভূত হয়। উন্নত বিশ্বের মানুষেরা তাই মাশরুমকে স্বাভাবিক খদ্য তালিকায় স্থান দিয়েছে। 🍄অতিরিক্ত মেদ কমাতেঃ মাশরুম শরীরের অরিরিক্ত চর্বি বা মেদ ধ্বংস করতে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 🍄 Mushroom Society পেজে সুস্বাস্থ্য সম্পরকৃত তথ্য দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে Follow করে যুক্ত থাকতে পারেন বা তথ্য গুলা যদি আপনার পরিবার বা Facebook friend দের জানিয়ে উপকার করতে চান তাহলে Share করতে পারেন।

3
$ 0.00

Comments

ok

$ 0.00
3 years ago

English a likla valo oto

$ 0.00
3 years ago