গিটারের তাঁর ছয়-সাত মাস পর স্বাভাবিকভাবেই কার্যক্ষমতা হারিয়ে ফেলবে এটা স্বাভাবিক। কিন্তু কিন্তু এর আগে অনেকের গিটারের তারের মধ্যে মরিচা ধরে। এর অনেক কারণ রয়েছে। যেগুলো গিটারের তাঁর ৩ .৪.৫.৬ সাদা রঙ্গের হয় সেগুলো স্টিল সিলভার প্রলেপ দেওয়া হয়। সেগুলোতে খুবই তাড়াতাড়ি জং ধরে। কারণ স্টিল প্রলেপ জং দ্রুত ধরে। তাই এগুলো পরিহার করা উচিত। ৩৪৫৬ নাম্বার তাঁর যে গুলোতে তামার প্রলেপ দেওয়া থাকে সেগুলো ব্যবহার করা উচিত এগুলোতে জং ধরে না কারণ কি পিতল বা তামাতে সহজে মরিচা ধরে না। আর এই মরিচা ধরার প্রথম কারণ হচ্ছে আপনার হাত ঘামে যাওয়া। ভেজা কাপড় দিয়ে মোছা। ভেজা স্যাঁতস্যাঁতে স্থানে গিটার রাখা। এই গিটারের তাঁর জং রোধ করার জন্য বাজারে অনেক ধরনের লিকুইড পাওয়া যায় ৫০০৳। কিন্তু আমি সাধারণত সেলাই মেশিনে তেল ব্যবহার করি ২৫৳ এটি মরিচা রোধ করতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ কথা: অনলাইনে ভিডিও কলের মাধ্যমে গিটারের ক্লাস অথবা বেসিক পরামর্শ নিতে অগ্রিম ফি জমা দিয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন।
0
27