বিদেশপ্রেম

3 16

"বিদেশ প্রেম আমাদের রক্তে মিশে গেছে" বিঃদ্রঃআমার এ পোস্ট কাউকে ছোট করার জন্য না, শুধু আমাদের নামে মাত্র বাংলাদেশিদের জন্য। সুশান্ত সিং রাজপুত আত্বহত্যা করলো, দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারিদের মধ্যে সবাই ফরেনসিক বিশেষজ্ঞ হয়ে গেলো,দেশটা যেন পৃথীবির ফরেনসিক বিভাগ। বাংলাদেশি বংশোদ্ভূত একজন সফল উদ্যোক্তা , ফাহিম সালেহকে হত্যা করা হলো, ফাহিম সালেহ টা আবার কে?? তার মৃত্যুতে আমার কি? জাতি নিরব।। অনেকে বলবে ফাহিম সালেহকে কেউ চিনতো না, সুশান্ত সিং কে সবাই চিনতো।। আচ্ছা ঠিক আছে ভাই।। দেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকেও কি কেউ চিনতো না??? সবাই বলবে এন্ড্রু কিশর তোহ আর আত্বহত্যা করে নি। ঠিক আছে ভাই। ইরফান খান কি আত্বহত্যা করেছিলেন?? নাকি রিসি কাপুর আত্বহত্যা করেছিলেন?? তাদের মৃত্যুতে তোহ এক ধরনের জাতীয় শোক বয়ে গেছে দেশে।। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই বিদেশী গানের কাভার কিংবা বিদেশী গানের সাথে নাচের ভিডিও পাওয়া যাচ্ছে।।। কেনো?? দেশে গান নেই?? সেই গানের সাথে নাচ হয় না?? সংস্কৃতি যেটাই হোক, সেটা ভালো হলে অবশ্যই গ্রহনযোগ্য তাই বলে নিজ দেশের সংস্কৃতি বাদ দিয়ে না।। শুধু মাত্র স্বাধীনতা দিবস , বিজয় দিবস কিংবা মাতৃভাষা দিবসে দুটো পোস্ট দিলেই আমাদের দেশপ্রেম পরিপূর্নতা লাভ করে অবশ্য তাও এখন আমরা ওই বিদেশী গান দিয়েই উদযাপন করি।।। আমার এই পোস্টে ব্যক্তিগতভাবে কেউ আহত হলে দুঃখিত।।

8
$ 0.00

Comments

nice post.

$ 0.00
3 years ago

Good post ....keep it up

$ 0.00
3 years ago

Well post Vai like and subscribe korlm..back diben please

$ 0.00
3 years ago