আমি যখন কারাগারে সেই সুযোগে নওয়াবজাদা নসরুল্লাহ খান যুক্তফ্রন্ট পিডিএফ গঠনের নামে আওয়ামী লীগের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা করে এবং আমাকে ডিসমিস করে নতুন পাল্টা আওয়ামী লীগ গঠন করে।।। তিনি জানতেন না,,নেতা নেওয়া যায় কিন্তু কর্মী নেওয়া যায় না।।। তাদের সাথে আমার সম্পর্ক রক্তের।।(বঙ্গবন্ধু))
প্রাসাদের অভ্যন্তরে বা সেনা ছাউনিতে এই দলের জন্ম হয় নি।।। কোন সামরিক শাসকের পকেট থেকেও বের হয়ে আসে নি।।।। বাংলার জনগনের অধিকার আদায়ের লড়াইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে আওয়ামী লীগের বিকাশ হয়েছে দীর্ঘ যুগ ধরে।।। কোন ষড়যন্ত্র আমাকে ক্ষমতায় বসিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাসীন দলে পরিনত করবে আমরা তা বিশ্বাস করি না।।। একমাত্র ব্যালট ও জনগনের ইচ্ছা ভিন্ন অন্য কিছুই ক্ষমতা দখলের উপায় হিসেবে আমরা বিবেচনা করি না।।। (শেখ হাসিনা)))
বিভিন্ন সময়ে অনেকে দল ছেড়েছেন কিন্তু আওয়ামী লীগ কখনও ভাগে নি।।।আশ্চর্যজনক হলেও সত্যি দল ত্যাগে দুর্বল না হয়ে বরং তাতে দল আরও শক্তিশালী হয়েছে