0
4


আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
এখন আমাদের জাতীয় সংগীত।।নিজেস্ব জাতীয় সংগীত এর জন্য করতে হয়েছে কতই না আন্দোল???? তেমনি একটা আন্দোলন হচ্ছে ৬- দফা।।। যা আমাদের মুক্তির সনদ বা বাঁচার দাবী বলা হয়।।৬- দফা দাবিতে অনেক ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে রাস্তায় বের হয় সাধারন জনতা।।আর এর বক্তব্য ছিল খুবই প্রণিধানযোগ্য।।।যেমনঃঃ
৬- দফা আমাদের বাঁচার দাবী,, লাহোর প্রস্তাব এর বাস্তবায়নেই শক্তিশালী পাকিস্তান গড়ে উঠবে,,গনতন্ত্র ফিরিয়ে দাও,,সোনার দেশ আজ শ্মাশান কেন???? অর্থ পাচার বন্ধ কর,,দমননীতি বন্ধ কর, ,, জনসংখ্যার ভিত্তিতে রাজস্ব বন্টন চাই,,, একূল ভেঙে ওকূল গড়া বন্ধ করুন,,,মৃত্যুমুখী জনতাকে বাঁচাও,,, জনসংখ্যার ভিত্তিতে সেনাবাহিনীর লোক নিয়োগ কর,,,, দুই অর্থনীতি কায়েম কর,, সংগ্রামী জনতা এক হও,,, সংগ্রামীী ই আনবে মুক্তি,,,,শোষণনীতি বন্ধ কর,,,যুদ্ধ নয় শান্তি চাই,,,, ৬- দফা দাবিতে ঐক্যবদ্ধ হউন,,,৬- দফা গণমুক্তির মহাসনদ,,, সংগ্রাম চলবে অবিরাম,, মীরজাফরদের রুখিয়া দাও ইত্যাদি।।।।
