Search for new species of fish in the Sundarbans :

0 12
Avatar for Runa121
4 years ago

সুন্দরবনে মাছের তালিকায় যুক্ত হলো আরো পাচটি নতুন প্রজাতি।এসব মাছ সচরাচর দেখা যায় না এর মধ্যে একটি প্রজাতি আগে বিশ্বের অন্য কোথাও দেখা যায়নি।সব মিলিয়ে গবেষকেরা বিশ্বের সবচেয়ে বড় এ ম্যানগ্রোভ বনে 322 টি প্রজাতির মাছের সন্ধান পান।

নতুন 5 প্রজাতি:

*শক্ততুন্ডি হাঙর; বৈঙ্গানিক নাম:-Mustelus mosis.

*রাজা মুরি; বৈঙ্গানিক নাম:-Carangoides hedlandensis.

*বড় জালি পটকা;বৈঙ্গানিক নাম:-Chelonodon bengalensis.

*হীরকপৃষ্ঠ পটকা;বৈঙ্গানিক নাম:-Lagocephalus guentheri.

*হলুদ তেজি তারা গজার;বৈঙ্গানিক নাম:-Uranoscopus cognatu.

বঙ্গোপসাগরের নামানুসারে মাছগুলোর নাম রাখা হয়।এ প্রজাতি বিশ্বের অন্য কোথাও নেই।

3
$ 0.00

Comments