0
12
সুন্দরবনে মাছের তালিকায় যুক্ত হলো আরো পাচটি নতুন প্রজাতি।এসব মাছ সচরাচর দেখা যায় না এর মধ্যে একটি প্রজাতি আগে বিশ্বের অন্য কোথাও দেখা যায়নি।সব মিলিয়ে গবেষকেরা বিশ্বের সবচেয়ে বড় এ ম্যানগ্রোভ বনে 322 টি প্রজাতির মাছের সন্ধান পান।
নতুন 5 প্রজাতি:
*শক্ততুন্ডি হাঙর; বৈঙ্গানিক নাম:-Mustelus mosis.
*রাজা মুরি; বৈঙ্গানিক নাম:-Carangoides hedlandensis.
*বড় জালি পটকা;বৈঙ্গানিক নাম:-Chelonodon bengalensis.
*হীরকপৃষ্ঠ পটকা;বৈঙ্গানিক নাম:-Lagocephalus guentheri.
*হলুদ তেজি তারা গজার;বৈঙ্গানিক নাম:-Uranoscopus cognatu.
বঙ্গোপসাগরের নামানুসারে মাছগুলোর নাম রাখা হয়।এ প্রজাতি বিশ্বের অন্য কোথাও নেই।