6
30
কবিতা -- কে বড়
লিখেছেন কবি--ইশ্বরচন্দ্র গুপ্ত
আপনারে বড় বলে,বড় সেই নয়,
লোকে যারে বড় বলে বড় সে হয়।
বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার,
সংসারে সে বড় হয়, বড় গুন যার।
হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে,
নিজে বড় হতে চায় ছোট বলি তারে।
গুনেতে হইলে বড়,বড় বলে সবে,
বড় যদি হতে চাও,ছোট হও তবে।
Onek onek sundor poem. i like it very much