ইচ্ছা লিখেছেন- আহসান হাবীব

5 28
Avatar for Runa121
3 years ago

ইচ্ছা

লিখেছেন- আহসান হাবীব

মনা রে মনা কোথায় যাস?

বিলের ধারে কাটব ঘাস।

ঘাস কি হবে?

বেচব কাল,

চিকন সুতার কিনব জাল।

জাল কি হবে?

নদীর বাঁকে

মাছ ধরব ঝাঁকে ঝাঁকে।

মাছ কি হবে?

বেচব হাটে,

কিনব শাড়ি পাটে পাটে।

বোনকে দিব পাটের শাড়ি,

মাকে দিব রঙ্গিন হাঁড়ি।

9
$ 0.00

Comments

Nice

$ 0.00
3 years ago

I love this poem very much

$ 0.00
3 years ago

Ole lol

$ 0.00
3 years ago

সেই কবে দ্বিতীয় শ্রেণীতে পড়েছিলাম কবিতাটা৷ য়ুপই ভাল লাগতো এই কবিতাটা৷ অনেক ধন্যবাদ আপনাকে এই কবিতাটা আমাদের মাঝে শেয়ার করার জন্য

$ 0.00
3 years ago

আপনাকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।

$ 0.00
3 years ago