আমাদের গ্রাম :

0 33
Avatar for Runa121
4 years ago

সুজলা-শস্য শ্যামল আমাদের এই গ্রাম।আমাদের গ্রামটি ছোট না আবার তেমন বড়ও না।আমাদের গ্রামটি শহর থেকে অনেক দূরে।গ্রামের সাথে একটা বড় মাঠ আছে যেখানে সবাই ফসল ফলায়।

আমাদের গ্রামের পাশ দিয়ে একটা বড় নদী বয়ে গেছে।নদীটির নাম বেতনাবতী নদী।গ্রীষ্মের মৌসুমিতে নদীটির পানি থৈ থৈ করে।নদীর পানিতে সাতার কাটতে অনেক ভালো লাগে।আমরা নদীতে প্রায়ই মাছ ধরি।নদীটির জন্য গ্রামের পরিবেশটা অনেক ভালো থাকে।

আমাদের গ্রামের বৈশিষ্ট হলো সবাই মিলে একসাথে কাজ করা।কারো কোনো বিপদ আপদ হলে সবাই এগিয়ে যাওয়া এবং আসহায় কারো পাশে দাড়ানো।গ্রামের ছোটোরা বড়দের সম্মান করে এবং বড়রা ছোটদের স্নেহ করে।

সব মিলিয়ে আমাদের গ্রামটি অপরূপ সৌন্দাযে ভরা।আমাদের গ্রামে একটি প্রাইমারী স্কুল এবং একটি মাদরাসা আছে।আমরা সবাই বিকেল হলে স্কুলের মাঠে খেলতে যায়।

গ্রামের অনেক সময় বিভিন্ন প্রতিযোগীতা এবং খেলাধুলার আয়োজন করা হয়।আমাদের গ্রামের ছেলে মেয়েরা বাইরে প্রতিযোগীতার জন্য যাই।

গ্রামের কয়েকটা চায়ের দোকান আছে সেখানে সবাই রাত হলে চা খেতে যায়।সেখানে যারা যাই তারা অনেকে মাঠে কাজ করে।চায়ের দোকানে অনেক আড্ডা জমে।সত্যি বলতে আমাদের গ্রামটি অনেক সুন্দর।

2
$ 0.00

Comments