জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভ

0 12
Avatar for Rumelchow
3 years ago

স্বাধীনতা লাভের পর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির জন্য প্রথম

আবেদন করে ৮ আগস্ট ১৯৭২। আবেদন পাওয়ার পর জাতিসংঘ

মহাসচিব ড. কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের

ব্যাপারে সুপারিশের জন্য তা নিরাপত্তা পরিষদে পেশ করেন। ১০ আগস্ট

১৯৭২ নিরাপত্তা পরিষদের অধিবেশনে বাংলাদেশের সদস্যপদ সংক্রান্ত

আবেদন বিবেচনা করার জন্য জাতিসংঘ সচিবালয় কর্তৃক যে খসড়া

আলােচ্যসূচি প্রণীত হয়েছিল, চীনের প্রতিনিধি মি. হুয়াং হুয়া সেদিন এ

আলােচ্যসূচি গ্রহণের বিরুদ্ধে একমাত্র ভােটটি দিয়ে বাংলাদেশের সদস্যপদ

প্রাপ্তির বিরুদ্ধে দীর্ঘ বিরােধিতার সূচনা করেন। পরবর্তীতে ২৫ আগস্ট

১৯৭২ বাংলাদেশের জাতিসংঘে সদস্যপদ লাভের জন্য নিরাপত্তা

পরিষদে ভারত, সােভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুগােস্লাভিয়ার

উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভােট দেয় ১১টি দেশ— আর্জেন্টিনা,

বেলজিয়াম, ফ্রান্স,ভারত, ইতালি, জাপান, পানামা, সােভিয়েত

ইউনিয়ন, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুগােস্লাভিয়া। বিপক্ষে ভােট

দেয় মাত্র একটি সদস্য দেশ চীন। আর ভােটাভুটিতে বিরত থাকে

গিনি, সােমালিয়া এবং সুদান। এরপর ১৭ অক্টোবর ১৯৭২ বাংলাদেশ

জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে। এরপর ১০ জুন ১৯৭৪

নিরাপত্তা পরিষদের ১৭৭৬তম সভায় চীনসহ সব সদস্য দেশ

সাধারণভাবে জাতিসংঘে বাংলাদেশকে সদস্যপদ দেয়ার সুপারিশ

করে। এর পরিপ্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের সাধারণ

পরিষদের ২৯তম অধিবেশনে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের

১৩৬তম সদস্যপদ লাভ করে। সদস্যপদ লাভের পর ২৫ সেপ্টেম্বর

১৯৭৪ জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথম বাংলায়।

ভাষণ দেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

নিরাপত্তা পরিষদে বাংলাদেশ।

জাতিসংঘে বাংলাদেশের ৪০ বছরে নিরাপত্তা পরিষদে দুইবার অস্থায়ী

সদস্য হিসেবে নির্বাচিত হয়— ১০ নভেম্বর ১৯৭৮ প্রথমবার ১৯৭৯-৮০

মেয়াদে এবং ১৪ অক্টোবর ১৯৯৯ দ্বিতীয়বার ২০০০-২০০১ মেয়াদে।

এছাড়া তিনবার বাংলাদেশ অস্থায়ী সদস্যপদ লাভে নির্বাচন করে

পরাজিত হয়— ৩১ অক্টোবর ১৯৮৩ ভারত, ১৭ অক্টোবর ১৯৮৫ সংযুক্ত

আরব আমিরাত এবং ২৮ অক্টোবর ১৯৮৮ মালয়েশিয়ার কাছে।

ইকোসকের সদস্য

৪০ বছরে বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের

(ইকোসক) সদস্য নির্বাচিত হয় আটবার—১৯৭৬-৭৮, ১৯৮১-৮৩, ১৯৮৫-

৮৭, ১৯৯২-৯৪, ১৯৯৬-৯৮, ২০০৪-০৬, ২০১০-১২, ২০১৪-১৬ মেয়াদে।

UNGA সভাপতি

জাতিসংঘে বাংলাদেশের ৪০ বছরের ইতিহাসে সাধারণ পরিষদের সভাপতিত্ব

করা একমাত্র বাংলাদেশী হলেন হুমায়ুন রশীদ চৌধুরী। তিনি ৩ জুলাই ১৯৮৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি

নির্বাচিত হন। এছাড়া তিনি ১৪তম বিশেষ অধিবেশনেরও সভাপতিত্ব করেন।

বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতিবিরােধী কনভেনশন

0
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Rumelchow
3 years ago

Comments