হঠাৎ মনে পড়ে গেলো, তাই লিখলাম।
গত দুই বছর আগে দ্বিতীয় শ্রেণির একটা ছাত্র পড়াতাম,
ওদের বাসা বাজার থেকে অনেক দূরে।
আমার বাসা বাজার থেকে অনেক নিকটে।
ওর বাবা বাজারের ফার্মেসীর দোকানদার। আর ওর বাবার একটা হোন্ডা ছিলো।
তাই ওর বাবা বললো, আমার বাড়ি তো তোমার বাড়ী থেকে অনেক দূরে।
বাজারে আমার দোকানের পিছনে একটা ছোট্ট রুম আছে।
আমি চাঁদের আলো কে হোন্ডায় করে প্রতিদিন বাজারে নিয়ে আসবো-নে।
(ওহ ছত্র এর নাম চাঁদের আলো)
আর তুমি দোকানের পিছনে বসেই পড়াবা-নে।
আমি বললাম, ওকে! যেটা ভালো মনে করেন।
তো পড়াতে যাওয়া শুরু করলাম,
আমি দোকানের পিছনে বসে পড়াতাম,
আর আঙ্কেল সামনে বসে ঔষধ বেচাকেনা করতেন,
একদিন স্টুডেন্ট হঠাৎ করেই বললো,
স্যার পেটের ভিতর ব্যাথা করতেছে,
আমি - কী বলো?
সে - হ্যাঁ স্যার প্রচুর পেট ব্যাথা করতেছে,
আমি - রেনিটিড খাবে?
সে- না স্যার,
একটু পরেই একটা গন্ধ বের হলো।
আমি -গন্ধ আসতেছে কীসের?
সে- স্যার একটু সামনের দোকানের রুমে যান,
আমি- কেন?
সে - তাড়াতাড়ি যান। কাজ আছে।
আমি- ওকে! বলে চলে আসতে লাগলাম।
ছাত্রও দেখি আমার পিছনে ছুটলো,
আমি দোকানের রুমে আসার আগে,
ছাত্র দৌড়ে দোকানের রুমে চলে এলো।
ওর বাবার টেবিলের উপর রাখা পেপারটি নিয়ে, ভো-দৌড় দিয়ে আবার পড়ার রুমে চলে গেলো,
আর বললো স্যার আমি যতক্ষন না আসতে বলবো আপনি এই রুমে আসবেন না।
আমি বললাম, কী হয়েছে এভাবে করতেছ কেন?
সে, কিছু না বলেই চলে গেলো।
দোকানে ওর বাবার চেয়ারে বসে আছে ওর বাবার বন্ধু।
আমি তাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল গেছে কোথায়?
লোকটি বললো, একটি জরুরী কাজে বাহিরে গেছে।
আমি বললাম, ওহ!
ক্ষণিক পরে, প্রথমের সেই গন্ধটা আরও বাজে রূপ ধারণ করছে।
দোকানে বসে থাকা লোকটি বললেন পায়খানার গন্ধ আসতেছে কোথা দিয়ে?
তখন আমার আর বুঝতে বাকী রইলো না, ছাত্র আমার ওখানে বসে কী ঘটাচ্ছে।
এর মধ্যে ওর বাবা চলে আসলেন।
ওর বাবা বললেন গন্ধ আসতেছে কোথা থেকে?
দোকানে বসে থাকা ওর বাবার বন্ধু ওর বাবাকে বললেন, তোর ছেলে রুমে বসে কী ঘটাইছে দেখে আয়।
ওর বাবা দেখতে গেলেন,
আর ভিতর থেকে কিছু কথোপকথন শুনতে পেলাম ।
ছাত্র এর বাবা বললেন- এ ব্যাডা তুই এয়া হরছো কি?
ছাত্র বললো - আব্বা মোর আগায় দরছে, হরমু কি।
একটু পরে ওর বাবা দু' হাত দিয়ে মুড়িয়ে, পেপার খানা উপর দিয়ে ধরে নিয়ে বের হলেন।
তারপর পেপারটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসলেন।
আমাকে বললেন - রুহান থাক আজ আর পড়ানো লাগবে না।
আমি আমি বললাম - আচ্ছা।
আর মনে মনে বললাম - (কী ছেলেরে বাবা, আজকের মত আমার পড়ানোর ইচ্ছা মিটে গেছে)
©রুহান সিকদার
0
14