আবার আসবে সে
ফাগুনের বেলাশেষে,
ময়ূর মেলবে পেখম
রংধনু উঠবে আকাশে।
হয়তো সেদিন থাকবো না আমি
থাকবে না আমার সুরের বাঁশি,
কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে
কারণ আমি শুধু তোমায় ভালবাসি।
প্রতিটা দিন ভাবি
তোমারি সব স্মৃতি,
প্রতি রাতের অন্ধকারে
তোমাকেই মনে পড়ে,
দেখা হবে তোমার সাথে
আবার এক চায়ের কাপে।
আবার আসবে সে
ফাগুনের বেলাশেষে,
ময়ূর মেলবে পেখম
রংধনু উঠবে আকাশে।
এই পৃথিবীরও কাছে
যতটুকু চাওয়া আছে,
আমি সবটুকু দিলাম তোমায়
তবু ছেড়ে যেও না এই আমায়।
আবার আসবে সে
ফাগুনের বেলাশেষে,
ময়ূর মেলবে পেখম
রংধনু উঠবে আকাশে।❣️
অনেক কষ্ট করে লিখেছি,,,,,দয়া করে কমেন্ট করবেন 🥰
বাহ্! অসাধারণ কবিতা।😍 শব্দ ছন্দ খুবই গোছানো। 😊 বার বার পড়েও তৃপ্তি মিটছেনা। 😅 যতবার পড়ছি ততবারই মুগ্ধ হচ্ছি।। 😇 এগিয়ে যান আরো বহুদূর 😊 দোয়া ও শুভ কামনা রইল। 💝💝💝 আমার প্রোফাইলে ঘুরে আসার দাওয়াত রইল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 😉
Support Korle Support Paben Alway....