লুঙ্গি আবিষ্কারের কাহিনীটা কেউ জানেন?

6 14
Avatar for Rony4799
4 years ago

বেশ মজার কাহিনী কিন্ত।

পড়ুন তাহলে, . . .. . . বার্মায় এক রাজা রাজ দরবারে মন্ত্রীদের সাথে বৈঠকে বসেছেন।

হঠাৎ তাঁর প্রচন্ড টয়লেট চাপলো।

তাই তিনি মন্ত্রীদের ৫ মিনিট অপেক্ষা করার কথা বলে টয়লেটে গেলেন।

কিন্তু সমস্যা হল পাজামার গিট খুলছিলোনা।

প্যাচিয়ে গেছে।

এমতাবস্থায় পাজামা খোলতে না পেরে বাধ্য হয়েই পাজামা পরেই অবস্থায় কাজ সারতে হলো।

পাজামায় মল-মূত্র থাকায় তিনি বের হতেও পারছিলেননা।

টয়লেটে বসেই মনস্থ করলেন দর্জিকে বলবেন যে এমন একটি পাজামা বানাতে যাতে করে পাজামার গিট প্যাচিয়ে গেলেও টয়লেট করতে সমস্যা না হয়।

অতঃপর রাজার ব্যাক্তিগত দর্জি অনেক চিন্তা-ভাবনা করে একটি পাজামার মডেল আবিষ্কার করলেন।

সেই মডেলটি হলো লুঙ্গি।

10
$ 0.00
Sponsors of Rony4799
empty
empty
empty

Comments

লুঙ্গি আমাদের বাংলাদেশের ঐতিহ্য। লুঙ্গি বাংলাদেশের সকলেই পরে।কপাল ও লুঙ্গি যখন তখন খুলে যেতে পারে।কপাল খুললে হাশির রাস ও লুঙ্গি খুললে সবনাশ। বাঙালীদের দুইটি ঐতিহ্যের পধান হলো লুঙ্গি ও মাছ

$ 0.00
4 years ago

Nice opinion thanks

$ 0.00
4 years ago

hahahahahah onek moja pailam vai golpo ta pore. darun cilo.. ei rokom golpo r o post korben. pls subscribe koren ami koreci

$ 0.00
4 years ago

Thank you brother

$ 0.00
4 years ago