হ্যান্ড স্যানিটাইজার হতে পারে বোমা !

10 14
Avatar for Rokey
Written by
4 years ago

আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের সকলের দরকারি একটা বিষয় হ্যান্ড স্যানিটাইজার কিভাবে বোমা হতে পারে। এটা জানা থাকলে আমরা সকলে সাবধান থাকতে পারবো।

করোনাভাইরাস প্রতিরোধের সবচেয়ে কার্যকর পদ্ধতি হাত ধোয়া। আর জীবাণুমুক্ত করার জন্যই বেড়েছে স্যানিটাইজার এর ব্যবহার। অন্তত ৬০ শতাংশ অ্যালকোহল দিয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার সবচেয়ে বেশি কার্যকরী।

প্রচন্ড তারিখে রাসায়নিক উপকরণটি ব্যবহারে সতর্ক থাকা উচিত। তা না হলে ঘটতে পারে দুর্ঘটনা। এই যে যেমন হাতের তালুতে হ্যান্ডসেটের ব্যবহার করে শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আগুনের কাছাকাছি যাওয়া যাবেনা, মশার কয়েল সহ আগুনের কাছে যেতে হয় এমন সব পদার্থ ব্যবহারে সতর্ক থাকতে হবে। প্রচন্ড রোদে গাড়িতে হ্যান্ড স্যানিটাইজার রাখলে তা থেকে আচমকা অগ্নিকাণ্ড ঘটতে পারে। এছাড়া স্যানিটাইজার এর মুখ সব সময় আটকে রাখলে তা থেকে বিস্ফোরণ হতে পারে।

বোতলটি শীতল জায়গা এবং বায়ু চলাচল করে এমন জায়গায় রাখতে হবে। এর মূল উপাদান অ্যালকোহল হাওয়াই বিস্ফোরণ ঘটতে পারে। হ্যান্ডসেটে যার পাশে রেখে ধূমপান করা থেকে দূরে থাকতে হবে। হ্যান্ড স্যানিটাইজার অধিক ব্যবহারে ত্বকের জ্বালাপোড়া ও চুলকানি হতে পারে।

সকলে ভাল থাকুন।

সাবধানে থাকুন।

7
$ 0.00
Sponsors of Rokey
empty
empty
empty
Avatar for Rokey
Written by
4 years ago

Comments

Thanks for this information.Now I will keep it in safe place.

$ 0.00
4 years ago

Okkkk ... Yes it very important for us.

$ 0.00
4 years ago

খুবি ভাল লিখছেন।গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যাইহোক আপনাকে সাবস্ক্রাইব করলাম।আশা করি আমাকেও করবেন

$ 0.00
4 years ago

Thanks.

$ 0.00
4 years ago

welcome

$ 0.00
4 years ago

আমাদেরকে এত সুন্দর সতর্কবার্তা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দেওয়া সতর্কবার্তা আমরা সকলে অবশ্যই মেনে চলবো।

$ 0.00
4 years ago

ধন্যবাদ। এটা মেনে চললে আমরা অনেক বিপদ থেকে বাঁচতে পারবো।

$ 0.00
4 years ago