আমাকে ফিরিয়ে দাও, আমাকে ফিরতে দাও
ফিরে যাব আমি কোন মুল্লুকে আমাকে বলে দাও।
আমাকে নিঃশ্বাস দাও, নিঃশ্বাসের সংশ্লেষে দাও
অম্লজান, মেদুর গগনের শীতল, অতল
সিন্ধুর স্ফটিক – একটি বলবান ঝিল্লির ফুসফুস।
আমাকে হটিয়ে দাও, আমাকে হাঁটতে দাও
কোনখানে আমি পাতবো পা, আমাকে মাটির সোঁদা দাও।
আমাকে হরিৎ দাও, হরিৎ হৃদয়ের রাঙা দাও
দূর্বা’র সুড়সুড়ি আর আর্দ্র পরশ আমার দুপায়ে
মাখিয়ে দাও – সকাল-সন্ধ্যা দুই বেলাতেই।
আমাকে জুড়িয়ে দাও, আমাকে জুড়াতে দাও
কোথা পাই বল, আছে কোথা ধারা সুস্থ নীরের।
আমার আঁজলায় ভরে দাও জীবনের তরল
তপ্ত ত্বকের খরায় তিরতিরে স্বস্তির চমক
প্রপাত হোক – ক্লান্তির অবসানে আঁখির নিমীলন।
আমার আঁজলায় ভরে দাও জীবনের তরল তপ্ত ত্বকের খরায় তিরতিরে স্বস্তির চমক প্রপাত হোক – ক্লান্তির অবসানে আঁখির নিমীলন খুব ভাল লাগল ভাই। বিশেষ করে শেষের কয়েক লাইন বেস্ট ছিল।