বৃষ্টি হলো তরল জল যা বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প থেকে ঘনীভূত হয় । যখন প্রকৃতিতে নামে তখন আকাশ হয় মেঘলা প্রকৃতি হয় সবুজ। গ্রীষ্মের দুপুরে প্রকৃতি যখন রুক্ষ তখন আকাশের বুক চিরে নেমে আসে ঝরো ঝরো বৃষ্টি।
মানুষের কর্মব্যস্ত জীবনের মধ্যে কিছুটা অবসর সময় কাটানোর সুযোগ করে দেয় বৃষ্টি। বর্ষা যেমন প্রকৃতিকে সতেজ করে তেমনি মানুষের মনকে প্রবোধ প্রাণবন্ত করে তোলে।
বৃষ্টির দিনে মানুষের সুখ দুঃখের অনেক স্মৃতি মনে জেগে ওঠে, মানুষ আবেগ ময় হয়ে ওঠেন। এই সময়ে মানুষের অনেক শৈশবের স্মৃতি মনের ভিতর ভেসে ওঠে আবার কেউ কেউ ভবিষ্যতের অনেক পরিকল্পনা নিয়ে চিন্তা করে।
লেখা জন্য ধন্যবাদ