বৃষ্টি

5 25
Avatar for Rokey
Written by
4 years ago

বৃষ্টি হলো তরল জল যা বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প থেকে ঘনীভূত হয় । যখন প্রকৃতিতে নামে তখন আকাশ হয় মেঘলা প্রকৃতি হয় সবুজ। গ্রীষ্মের দুপুরে প্রকৃতি যখন রুক্ষ তখন আকাশের বুক চিরে নেমে আসে ঝরো ঝরো বৃষ্টি।

মানুষের কর্মব্যস্ত জীবনের মধ্যে কিছুটা অবসর সময় কাটানোর সুযোগ করে দেয় বৃষ্টি। বর্ষা যেমন প্রকৃতিকে সতেজ করে তেমনি মানুষের মনকে প্রবোধ প্রাণবন্ত করে তোলে।

বৃষ্টির দিনে মানুষের সুখ দুঃখের অনেক স্মৃতি মনে জেগে ওঠে, মানুষ আবেগ ময় হয়ে ওঠেন। এই সময়ে মানুষের অনেক শৈশবের স্মৃতি মনের ভিতর ভেসে ওঠে আবার কেউ কেউ ভবিষ্যতের অনেক পরিকল্পনা নিয়ে চিন্তা করে।

1
$ 0.00
Sponsors of Rokey
empty
empty
empty
Avatar for Rokey
Written by
4 years ago

Comments

লেখা জন্য ধন্যবাদ

$ 0.00
4 years ago

Welcome

$ 0.00
4 years ago

অনেক সুন্দর হয়েছে আশা করি সামনে আরও ভাল ভাল প্রবন্ধ আমাদের মাঝে শেয়ার করবে।

$ 0.00
4 years ago

হ্যাঁ দোয়া করেন বন্ধু যেন আরো ভালো ভালো প্রবন্ধ সামনে আনতে পারি।

$ 0.00
4 years ago

অবশ্যই কেন নয় আরো ভালো ভালো আর্টিকেল লিখ ধন্যবাদ।

$ 0.00
4 years ago