বিটিভির সেই সোনালী দিন

0 21
Avatar for Rofiqul
4 years ago

নিয়ম করে টিভি দেখা হতো না কতদিন! লক ডাউনে বাধ্যতামূলক বাসাবন্দি হওয়ার কারণে যখন দিন-রাতে কয়েক বেলা টিভি দেখাটা অভ্যাসে রূপ নিতে শুরু করেছে তখন খুব করে মনে পড়ছে ফেলে আসা নব্বইয়ের দশক আর আমাদের প্রজন্মের টেলিভিশন-নির্ভর জীবন।

ছোটবেলায় আমাদের বাসায় পুরনো মডেলের একটা সাদাকালো টিভি ছিল আর ছিল প্রায়শই এর ‘ঝিরঝির’ রোগ। অ্যান্টেনা কয়েকবার নেড়ে-চেড়ে ঠিক করতে হতো কোনো মোক্ষম অনুষ্ঠানের মুহূর্তে। তখন আমাদের বিরক্তি দেখে কে! যাই হোক, সেই টিভি সেটের ভেতরে বিটিভি আর ভারতীয় দূরদর্শনের সূত্রে কত যে রঙ্গ বসত করত তা দেখে আমরা তাজ্জব।

1
$ 0.00

Comments