মধ্যবিত্ত জীবনের গল্প

6 34
Avatar for Robiul420
4 years ago

সামন্য একটি মধ্যবিত্ত পরিবারের জন্ম।

আসলে মধ্যবিত্ত পরিবারের জন্ম গ্রহণ করলে কি যে সমস্যা সেটা শুধু তারা জানে।

শিশু কাল থেকেই শুরু হয়ে যায় জীবন সংগ্রাম । আর

এটা চলতে থাকে শেষ পর্যন্ত।

যাই হোক একন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের কাহিনি শুধু করলাম

চার ভাই বোনের মধ্যে ছোট ছেলে অভাব থাকলে সবাই তাকে আদর অবশ্যই করতো।

বাবা হলো বড় অসুখ তখন থেকে বাবা আর কাজ করতে পারে না।

সেই থেকে ভাই এর নির্ভর।

স্কুলে ভর্তি হলাম।

ছেলে হিসাবে অনেক ভদ্র ছিলাম

নিজে কথা নয় সবাই বলতো

দেখতে শুনতে ও আল্লাহ সুন্দর ছিলাম এই জন্য মেয়েদের একটু ক্রাস ছিলাম।

প্রাইমারি স্কুলে পড়াশুনা করতে লাগলাম দিন গুলো তখন ভালোই যাচ্ছিলো।

যখন ক্লাস ফাইভ এর পরি তখন স্কুলে একটা বেহদপি করে ফেললাম বন্ধুদের পালায় পড়ে

তখন একটু খারাপ হয়েই গেছিলাম

বিড়ি পযন্ত খেতাম সবার পাল্লায় পড়ে।

তা যাই হোক না কেন তখন কিন্তু আনন্দটা ভালোই করতাম

ছাত্র হিসাবে ভালো ছিলাম

প্রাইমারি পরীক্ষা শেষ করে কোথায় ভর্তি হবো সেটায় পড়ে গেলাম জালায়

বাড়ি থেকেও ভালো বোঝে না

কোন কালে ও কেই লেখাপড়া করে নাই

তাই এই বয়স এ আমার নিজে সিদ্ধান্ত নিজে দিতে হচ্ছে

আজ আর নয় ....

13
$ 0.00
Avatar for Robiul420
4 years ago

Comments

Right bro...

$ 0.00
4 years ago

Asolei Amra jara middle class family er manus tader onek problem. Onek kosto niyei beche thakte hoy amader.

$ 0.00
4 years ago

আমরা যে যার অবস্হানে আছি সেইটাই সুকরিয়া আদায় করা উচিত

$ 0.00
4 years ago

My best wishes for you . Keep writing . I know what is the pain of a middle class family . I am also a boy of middle class family

$ 0.00
4 years ago

it is very sadness post .so sad brother

$ 0.00
4 years ago

it is very sadness post .so sad brother

$ 0.00
4 years ago