...........
পড়ার টেবিলে যাদের মন বসে না শুধু তাদের জন্য💜💜💜
আচ্ছা বলুন ত পড়তে কার ভালো লাগে? আমার কিন্তুু পড়তেই মন চায় না।আর আমার মতে, আপনার মতো এমন ৯৫% ছেলেমেয়েরই পড়তে ভালো লাগে না । কারণ আমরা পড়াশুনার মজা টাই নিতে পারি না তাই আমাদের ভালো লাগে না।আমরা সারাক্ষণ চিন্তায় থাকি পড়াশুনা করব অনেক পড়াশুনা কিন্তু তা হয় না। পড়ার টেবিলে বসতেই মন চায় না আর যদিও বসি ১০-৩০ মিনিট তার পরে আবার উঠে যাই।
কিন্তু আমাদের ছোটবেলায় সবারই কিন্তু সপ্ন থাকে ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষক হব কিন্তু আমাদের বড় বড় চাকরির উপর আকর্ষন থাকলেও আমদের পড়ার যে একটা আকর্ষন তা আসে না। আমরা কেন পড়ব তা নিয়ে ভাবি না।
আচ্ছা আপনাকে একটা কালো মেয়েকে যদি আপনার বাবা মা বিয়ে করায় তাহলে কি তাকে ভালো লাগবে? প্রথম প্রথম তার কিন্তুু কাছেই যাবেন না। তাকে দেখলেই কিন্তু আপনার রাগ হবে।আর তাকে ছাড়তেও পারবেন না কারণ বাবা মা বিয়ে দিছে। অবশেষে তার সাথেই থাকা । ঔ কালো বউটার সাথে
আস্তে আস্তে থাকতে থাকতে। তাকে দেখতে দেখতে এক সময় তার মায়ায় পড়ে যাবেন তাকে ভালবেসে ফেলবেন ঠিকই।এক সময় দেখবেন কালো বউকে চোখের আড়াল করতে দিবেন না। ঠিক তেমনি আপনি বই কে পড়েন আর না পড়েন আজ থেকে বই খুলে টেবিল এ বসে থাকেন।
দেখবেন এক সময় না এক সময় আপনার বইকে ভালো লাগবেই। ভালবেসে ফেলবেন বই কে।
আজ থেকে এইটা ফলো করেন ইনশাআল্লাহ পড়ার টেবিল এ আজ মন না বসলেও একদিন এই টেবিল হতে উঠতেই চাইবেন না।
রিয়া মনি❤❤❤❤
Sub dan sub paben