রবীন্দ্রনাথের কবিতা

0 9
Avatar for Rikta
Written by
4 years ago

"মা, যদি তুই আকাশ হতিস,

আমি চাঁপার গাছ,

তোর সাথে মোর বিনি-কথায়

হত কথার নাচ।

তোর হাওয়া মোর ডালে ডালে

কেবল থেকে থেকে

কত রকম নাচন দিয়ে

আমায় যেত ডেকে।

মা ব'লে তার সাড়া দেব

কথা কোথায় পাই,

পাতায় পাতায় সাড়া আমার

নেচে উঠত তাই।"

---- রবীন্দ্রনাথ ঠাকুর (বাণী-বিনিময়)

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder

Comments