📖পর্যায়~"বিচিত্র প্রকৃতি"🌿
📚 "প্রভাতের সুর"🌄
__________________________
শান্ত সকালের নির্মল হাওয়ায়
শিহরিত প্রকৃতি,
উঠে পরো ওগো আদরের দুলালি
বাঁজে প্রভাতের গীতি।
নদী ভরো ভরো পাখি গায় গান
রাখাল বাঁজায় বাঁশি,
সূর্য উঠেছে বড়ো সাধ নিয়ে
মুখে লয়ে মধুর হাঁসি।
চোখ খোলো ওগো আলসে মেয়ে
হয়ে এলো স্নিগ্ধ ভোর,
পাখিদের গান শুনবে যদি
খোলো তবে বন্ধ দোর।
কৃষাণ চলেছে পাথারের পথে
পথিক চলেছে দূর দেশে,
সকাল হয়ে এলো ফুলে ফুলে সেঁজে
আমার এ চিরশান্তির দেশে।
দেশের মাটি পেতেছে আঁচল
নরম সবুজ ঘাসে,
হাওয়ায় হাওয়ায় দুলছে ফসল
উঠে দেখো কি শোভা আকাশে বাতাসে।
হাল ধরেছে পদ্মার মাঝি
পাল উঁড়ছে বাতাসে,
গুন গুন করে গাইছে ভাঁটিয়ালি
মিষ্টি পূবালী বাতাসে।
ওঠো ওঠো ওগো আদরের দুলালি
তোমার অপেক্ষায় প্রকৃতি,
চোখ মেলে দেখো কান পেতে শোনো
বাঁজে প্রভাতের গীতি।
nice articale