প্রভাতের সুর

5 9
Avatar for Rikta
Written by
3 years ago

📖পর্যায়~"বিচিত্র প্রকৃতি"🌿

📚 "প্রভাতের সুর"🌄

__________________________

শান্ত সকালের নির্মল হাওয়ায়

শিহরিত প্রকৃতি,

উঠে পরো ওগো আদরের দুলালি

বাঁজে প্রভাতের গীতি।

নদী ভরো ভরো পাখি গায় গান

রাখাল বাঁজায় বাঁশি,

সূর্য উঠেছে বড়ো সাধ নিয়ে

মুখে লয়ে মধুর হাঁসি।

চোখ খোলো ওগো আলসে মেয়ে

হয়ে এলো স্নিগ্ধ ভোর,

পাখিদের গান শুনবে যদি

খোলো তবে বন্ধ দোর।

কৃষাণ চলেছে পাথারের পথে

পথিক চলেছে দূর দেশে,

সকাল হয়ে এলো ফুলে ফুলে সেঁজে

আমার এ চিরশান্তির দেশে।

দেশের মাটি পেতেছে আঁচল

নরম সবুজ ঘাসে,

হাওয়ায় হাওয়ায় দুলছে ফসল

উঠে দেখো কি শোভা আকাশে বাতাসে।

হাল ধরেছে পদ্মার মাঝি

পাল উঁড়ছে বাতাসে,

গুন গুন করে গাইছে ভাঁটিয়ালি

মিষ্টি পূবালী বাতাসে।

ওঠো ওঠো ওগো আদরের দুলালি

তোমার অপেক্ষায় প্রকৃতি,

চোখ মেলে দেখো কান পেতে শোনো

বাঁজে প্রভাতের গীতি।

8
$ 0.00
Avatar for Rikta
Written by
3 years ago

Comments

nice articale

$ 0.00
3 years ago

সুপ্রভাত হে প্রিয়😍😍😍 পাশেই থেকো

$ 0.00
3 years ago

You wrote in a very beautiful way. This morning's weather is full of soft calm nature. The chirping of birds all around. Thank you very much. To share such beautiful words with us. Go ahead 🤗

$ 0.00
3 years ago

অনেক সুন্দর ভাবে অার্টিকেল লিখেছেন আপনি।

$ 0.00
3 years ago