❤পর্যায় -"প্রেম প্রকৃতি"
📜কবিতা - "প্রিয়সী "
____________________
খুব ভোরে বকুল বনে
প্রিয়সী রাধের আগমনে
গোলাপ করেছে মান!
ফোঁটায় ফোঁটায় ঝড়া বকুলে
ভিজে যায় টগরের প্রান।
মল্লিকা গেছে ঘুমিয়ে
রজনীগন্ধা ভোমোরের
মহামিলনে ব্যাস্ত!
গন্ধরাজ জেগে উঠেছে
জবার শরীর ক্লান্ত।
প্রিয়সী রাধে চরণ ফেলো না
ভরা সন্ধায় মালতি যে
লাজে মরে যায়,
বেলি পথপানে চেয়ে
অস্থির ব্যাকুল ধন্য হবে
প্রিয়াসী রাধের ছোঁয়ায়।
শেফালী ছড়িয়েছে নিজ সুবাস
মাতিয়ে তুলিবে নিজ মায়ায়,
কেয়ার যে ভরা যৌবন
ধুন তুলেছে নিজ কায়ায়।
কদম আগ্রহে বসে আছে
মিলন কুঞ্জ সাজাইয়ে
গাঁধা আজ খুঁশিতে ভরপুর,
সূর্যমুখী অহমিকায় ডুবে
প্রিয়সী রাধের আগমনে তুলেছে রোদ্দুর।
Great post dear. Go ahead... 😍