* নিরুদ্দেশ পাখি*
…………………………………………………………
বহুদিন দেখা নেই নেই কথা,
থাকো তুমি বহুদূর এক অজানা।
শুধু হৃদয় দর্পণেই হয় মনের আলাপন,
সকাল, দুপুর, ভোর এবং সারাক্ষণ।
ওগো প্রিয়, যত দূরেই থাকো না তুমি,
তবুও দুজনা একই গগন তলে করি বসবাস,
একই সূর্যের আলো বাতাসে গ্রহণ করি শ্বাস।
এটা ভেবেই মনটাতে মাখি শান্তির নিঃশ্বাস।
মোর মনের সব অনুভূতি উড়িয়ে দেয় আকাশে,
,অনুভব করো কিনা মোর অনুভূতির দ্বীর্ঘশ্বাস।
তুমি এক বার আমার অনুভূতির কথা ভাবলে না?
একদিন যার ভয়েস না শুনলে নিশিতে নিদ্রা হয়না।
যার কন্ঠে শুভ সকাল না শুনলে সকাল হয়না।
তুমি একটি বার কেন ভাবলে না,হঠাৎ করে
সংযোগ বন্ধ করলে পাগলামির শেষ থাকবে না।
তাকে কিভাবে একা ফেলে এভাবে চলে গেলে,
তুমি আগে থেকে আমাকে একটু বলতে।
আমি না হয় তোমার হাতটি ধরে কান্না করতাম,
হৃদয় গহীনের জমানো অশ্রুগুলো হাল্কা করতাম।
এভাবে কাউকে মৃত্যুর পথে ঠেলে না দিয়ে,
তার আগে এসে নিজ হাতে বিষ খেয়ে দিত!
অসাধারণ লিখছেন। অনেক কিছু ফুটিয়ে উঠেছে। আরো ভালো লিখবেন আশা করি। এগিয়ে যান সামনে দিকে।