2
17
🌸পর্যায়-"দুঃখ বিলাস" 💔
📜কবিতা-"নির্ঘুম প্রহরী"
ধু-ধু মরিচিকা নিঝুম প্রকৃতি,!
হৃদয়ের আত্মচিৎকার
কে শোনে এই নিরবতায়?
যার বিরহ বেদনে চোখে বইছে
কলকলে যমুনার ধারা সে কি রাখে খোঁজ?
ধ্রুব নিঃসঙ্গতায় কাটছে বিষন্ন রাত
দুঃখ বিলাশ মন পাড়ায়।
আমি নির্ঘুম প্রহরী হয়ে তার স্মৃতি পাহাড়ায়!
কেটে গেলো কত নির্ঘুম বিষন্ন রাত
সঙ্গি কেবল একাকিত্ব নির্সঙ্গতা !
সুখতারা ডুবে যায়
ভোরের পাখির ভেংগে যায় ঘুম,
একপাশে পড়ে থাকে খোলা ডাইরি টা
দুচোখে আজ বিষন্নতায় নিঝুম!
সত্যি আপনার কবিতাটি অসাধারণ লেগেছে। কাছের মানুষদের বিরহ সহ্য করা যদিও অনেকে কঠিন তারপরেও মেনে নিতে হয়।