নির্ঘুম প্রহরী

2 17
Avatar for Rikta
Written by
4 years ago

🌸পর্যায়-"দুঃখ বিলাস" 💔

📜কবিতা-"নির্ঘুম প্রহরী"

ধু-ধু মরিচিকা নিঝুম প্রকৃতি,!

হৃদয়ের আত্মচিৎকার

কে শোনে এই নিরবতায়?

যার বিরহ বেদনে চোখে বইছে

কলকলে যমুনার ধারা সে কি রাখে খোঁজ?

ধ্রুব নিঃসঙ্গতায় কাটছে বিষন্ন রাত

দুঃখ বিলাশ মন পাড়ায়।

আমি নির্ঘুম প্রহরী হয়ে তার স্মৃতি পাহাড়ায়!

কেটে গেলো কত নির্ঘুম বিষন্ন রাত

সঙ্গি কেবল একাকিত্ব নির্সঙ্গতা !

সুখতারা ডুবে যায়

ভোরের পাখির ভেংগে যায় ঘুম,

একপাশে পড়ে থাকে খোলা ডাইরি টা

দুচোখে আজ বিষন্নতায় নিঝুম!

4
$ 0.00
Avatar for Rikta
Written by
4 years ago

Comments

সত্যি আপনার কবিতাটি অসাধারণ লেগেছে। কাছের মানুষদের বিরহ সহ্য করা যদিও অনেকে কঠিন তারপরেও মেনে নিতে হয়।

$ 0.00
4 years ago

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, বিরহের কষ্ট সজ্য করা অনেক কঠিন, কিন্তু প্রিয় মানুষের বিরহেও অনেক শান্তি পাওয়া যায়, যদিও চোখে সুধু পানি ঝড়বে

$ 0.00
4 years ago