📚"মৃত্যু মিছিল"
______________________
"কোথায় রাজা,কোথায় জমিদার?
কোথায় সাধু,কোথায় ধর্মেরগুরুরা,
বাঁচিয়ে তোলো আজ মানব কুলকে"!!......
"ছড়িয়ে গেছে আজি মৃত্যু
ধরণীর আকাশে বাতাশে"।
"ধর্মের চর্চা বেড়ে গেছে,অভাব নেই
মন্দির,মসজিদ, প্যাগোডা ,গীর্জার!
ধর্মের দোহাই এ চলছে কেবল
জগৎ জুরে প্রদিযোগিতা"!
"বাঁচবি কিসে আজ
অহংকার কুটিলতার অন্তিম সময় ঘনিয়ে এসেছে মৃত্যুর মিছিল পৌছে গেছে দুয়ারে দুয়ারে"।।
"কে রক্ষিবে কোথায় রাখবি ধনের গৌরব,প্রভাব, প্রতিপত্তি"??
"এই ক্রান্তিলগ্নে ভয় নেই তোদের,
কেরে নিচ্ছিস গরিবের মুখের দু মুঠো অন্য"!
"সেঁজেছিস আজ জনতার নেতা এতদিন ধর্ম করেছিলি কি জন্য"?
"জ্ঞ্যানের ভান্ডার হয়েছে শূন্য হাপিয়ে গেছে,বিজ্ঞান,ডাক্তার, বৈদ্য,কবিরাজ"
"রক্ষা নাই রক্ষা নাই তোদের
নেমে এসেছে ক্ষুধার্ত জমদ্রুত"!!
"রাখবে না ঈশ্বর পৃথিবীকূলে
একটুকরো পাপের খুদ"!
"এ তো ধর্ম নয় কেবল মানুষ দেখানো ক্রিয়া",
"বাঁচবি না কেউ এই পাপ থেকে রে কালপিট,
কি করবি এই চুরির ধন দিয়া"?
Akdm thik bolco