মনুষ্যত্বের ধর্ম

10 17
Avatar for Rikta
Written by
3 years ago

#বাস্তব_একটি_গল্প_তুলে_ধরলাম

#অবশ্যই_পড়বেন

📚"মনুষ্যত্বের ধর্ম"

___________________

আজ ভীষণ কষ্ট লাগলো যখন মিনি কে দেখলাম।

আমাদের বাড়িতে একটি পোষা বিড়াল আছে বিড়ালটি আমার মায়ের খুব প্রিয়।

এককথায় এতটাই পোষ মেনেছে যে কখনোই কোনো ক্ষতি করে না।

কিছুদিন আগে বিড়ালটি দুটি ফুটফুটে ছানার জন্ম দেয়।

মা আদর করে নাম রাখে মিনি এবং পুষি!

আমি ছোটোকাল থেকেই দেখে আসছি আমার মায়ের জীবের প্রতি প্রেম টা একটু বেশিই।

তাই মায়ের কাছেই জীবের প্রতি প্রেমটা একটু একটু ধারণ করেছি।

মিনি এবং পুষিও ঠিক ওদের মায়ের মতোই শিকারী হয়েছে আমি রোজ রোজ ওদের সাথে খেলা করে সময় কাটাতাম।

ছানাদুটো সত্যিই অনেক সুন্দর লাফালাফি,দৌড়াদৌড়ি, সব সময় দুষ্টমিতে মেতে ছিল।

কিন্তু ৭-৮ দিন হলো হঠাৎই মিনি উধাও, অনেক খুঁজলাম পেলাম না।

লক্ষ করলাম ওদের মায়ের চোখে জল দিনরাত ছানার জন্য কাঁদে।

একটা প্রানীর সন্তানের প্রতি ভালোবাসা কতখানি হতে পারে না দেখলে হয়তো বুঝবেন না।

আজ কয়েকদিন হলো ছানার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সত্যিই দেখে চোখে জল এসে গেলো ।।

পুষির মনটাও খারাপ আর খেলতে বা লাফালাফি করতে দেখি না বন্ধু বা সংগীহীন

দিনরাত একা একা মনমরা হয়ে থাকে।

আজ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ জঙ্গলের মধ্যে এক বিড়ালছানার গলার আওয়াজ পেলাম।

মনে হলো এ হয়তো মিনিই হবে।

হ্যাঁ কাছে গিয়ে দেখি সত্যি সত্যিই মিনি

আমায় দেখে যেনো খুঁশিতে আত্নহারা হয়েছে। আমি কাছে গিয়ে ডাকছি কিন্তু আসছে না হাঁটার চেষ্টা করছে কিন্তু এগোতে পারছে না।

তারপর নিজেই গেলাম কাছে হাতে নিয়ে দেখি

মিনির কোমরে কে যেনো গুরুতর আঘাত করেছে ও কোনোভাবেই হাঁটতে পারছে না।

এই ৭-৮ দিন মনেহয় একটা দানাও পেটে যায়নি একদম শুকিয়ে গেছে।

দেরি না করে মিনিকে বাড়িতে নিয়ে আসলাম,

এনে একটু খেতে দিলাম এর মধ্যেই ওর মা চলে এলো নিজ ছানাকে অনেকদিন পর পেয়ে আদর করতে লাগলো।

আর বার বার আমার দিকে তাকাচ্ছিল জানিনা হয়তোবা কিছু বলতে চায় কিন্তু বোঝার ক্ষমতা তো আমার নেই।

এরপর পুষি আসলো মিনির কাছে, পুষির মনটা আজ অনেক কয়দিন পর ভালো দেখলাম। ও খেলা করতে চাচ্ছে মিনির সাথে কিন্তু মিনি তো হাঁটতে পারে না তাই পুষিরও মন খারাপ।

দেখে খুব কষ্ট লাগলো এই অসহায় প্রানীটা কি চেয়েছিল সে মানুষটির কাছে,

যে এই অমানুষের মত একটি বিড়াল ছানার উপর প্রহার করেছে।

ওরা তো নিরুপায় আমাদের কিছু ফেলে দেওয়া অবশিষ্ট খাবার মাছের কাঁটার জন্যই বসে থাকে।

কি দোষ করেছিলো অবুজ বিড়াল ছানাটি।

সৃষ্টিকর্তা আমাদের সবসময় জীবকে ভালোবাসতে বলেছেন কারণ তিনি সকল জীবের মধ্যেই বিরাজমান ।

কিন্তু মনুষ্যত্ব আজ কোথায়?

মনুষ্যত্ববোদ এত নিচে নেমে গেছে যে মানুষ আজ পশুর চেয়েও হিংস্র হয়ে উঠেছে।

সবার কাছেই একটাই অনুরোধে প্লিজ কেউ এমন অমানুষিক কাজ কখনোই ভুল করেও করবেন না

মনে রাখবেন আপনার যেমন জীবন ওদেরও তেমনি জীবন।

আপনার সন্তান কিংবা প্রিয়জনের জন্য যতটা মায়া ওদেরও তেমনি।

ভেবে দেখুন আপনি যদি আপনার ছেলে কিংবা মেয়েকে ৭-৮ দিন পর এমন অবস্থায় পেতেব কেমন লাগতো।

ঠিক তেমন টাই লেগেছিল আজ মিনির মায়ের।

শুধু পার্থক্য আমরা মানুষ তাই প্রকাশ করতে পারি ওরা অসহায় প্রানী।

সব সময় মনে রাখবেন স্বামী বিবেকানন্দের সেই অমর বানী,

জীবে প্রেম কিরে যেইজন,

সেইজন সেবিছে ঈশ্বর।

জীবকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়।

8
$ 0.00
Avatar for Rikta
Written by
3 years ago

Comments

Nice article

$ 0.00
3 years ago

thanks for comment dear
💗💖💖

$ 0.00
3 years ago

Nice article dear.

$ 0.00
3 years ago

thanks for comment dear
💗💖💖

$ 0.00
3 years ago

Very cute cats

$ 0.00
3 years ago

thanks for comment dear
💗💖💖

$ 0.00
3 years ago

Nice article

$ 0.00
3 years ago

thanks for comment dear
💗💖💖💝💗💗

$ 0.00
3 years ago