6
17
💝 পর্যায়-"প্রেম প্রকৃতি"
📜 "মিষ্টি সকাল"
______________________
রোজ সকালে ধোঁয়া ওঠা এককাপ চা হাতে
তোমায় দেখতে চাই।
জানালার পর্দার পাশে ভেজা চুলে মিষ্টি রোদে
রোজ সকালে তোমাকে দেখতে চাই।
রোজ সকালে দেরি করে ঘুম থেকে উঠা
একটু বকা দেয়ার জন্য তোমাকে চাই।
একটু দুষ্টমি আবদারে জড়িয়ে ধরার জন্য রোজ সকালে তোমাকে চাই।
রোজ সকালে স্নান শেষে,শ্যাম্পু করা ভেজা চুল,
ভেজা ঠোঁট,মায়াবি কাজল রাংগা চোখে অপলক চেয়ে থাকতে চাই।
হুম আমি প্রতিটা সকাল বার বার তোমার রুপের মুগ্ধতার প্রেমে পড়ার জন্য ঠিক তোমাকেই চাই💝
সকাল সর্বদায় মিষ্টিমুখর হয়ে থাকে কখনও শিশির ভেজা ঘাসের দ্বারা আবার কখন রৌদ্রময় দ্বারা। আবার কখনও হালকা বৃষ্টি দ্বারা। ধন্যবাদ সকাল সম্পর্কে এমন সুন্দর আর্টিকেল আমাদের উপহার দেওয়ার জন্য। আর ছবিটিও অনেক সুন্দর।