কবিতা- শৈশব

0 5
Avatar for Rikta
Written by
3 years ago

📖 পর্যায়~"স্মৃতি চারণ"

📚"শৈশব"🌸

_____________________

স্মৃতির আকাশ জুঁড়িয়া

আটকা পড়িয়া আছে প্রিয় শৈশব।

কোথায় যেনো হারিয়ে গেলো

সেই দিনগুলো সব।

ছিলনা বাঁধা কোনো পিছুটান

নিশ্চিন্তে বহিত সময়।

ধীরে ধীরে গিলে খেলো শৈশব

বাস্তবতা জীবন করিলো ক্ষয়।

ছিল সুসময় দূরন্তপণায়

কাটিয়াছিল সকাল সন্ধা রাত।

রুপকথার গল্পে ভড়ানো ছিল

জীবনের আগমনী প্রাত।

খেলারমাঠে খেলাধুলা

চলিতো অনির্বার।

কত আনন্দ কত সুর গাঁথা

প্রিয় শৈশব আমার।

পাবোনা জানি ফিরিয়া আর

আমার শিশুকাল।

এ জীবনে সাঁজা হবে নাকো কখনো

স্বাধীনতা প্রিয় রাখাল।

ভাবিলেই চোখের ডোবায়

ভড়ে যায় আঁখিজল জল।

ফিড়িয়া কি আর পাইবো সেই দিন

বল সখি তোরা বল!

3
$ 0.00
Avatar for Rikta
Written by
3 years ago

Comments