📖পর্যায়~"বিচিত্র প্রেম"❤
📚"অবেলায় কেনো আগমন
_____°°°°°°°°°°°°°°°°°°_____
অসময়ে কেনো আগমন বধু হে,
অবেলায় কেনো তব আগমন?
চাহিয়া দেখো অক্ষি যুগল
চাহুনীর ক্লান্তিতে শ্মশান।
নত জানু হইয়া দুহাতে বাঁধি রাংগা রাখী
বলিদান করিয়াছি জীবন যৌবন
তোমারী হস্তে বারংবার।
আমি যে সদা কাঙ্গাল তব প্রেমের মাধুর্যে,
তন্তাপি দুঃখে বিষাদ ধুসর বুক,
অশ্রু বন্যায় টলটলে আক্ষিদ্বয়,
পাতাঝড়া হাহাকার বৃক্ষ
গজায় না আর নব কুঁড়ি
ফোঁটে নাকো কভু নতুন পুষ্পমাধুরী।
নিরাশ হয়ে রহিয়াছি কতযুগ!
আজ কিসের তরে আগমন বধু হে
এই অবেলায় কেনো তব আগমন?
এই দাঁড় যে বন্ধ হইয়া গিয়াছে
বহুকাল প্রারম্ভেই।
ফিরে যাও বধু তুমি
ভুলেও আর পা বাড়িও না
এই অন্ধকার পরিপূর্ণ ভূলে গড়া নগরীতে।
হেথায় বেঁচে থাকা মৃত্যু হইতেও কঠিন,
তুমি ফিরে যাও ফিরে যাও বধু সুখের নগরীতে।
খুব ভালো লিখেছেন। শুভ কামনা রইলো।