কালো মেয়েরাও ভালোবাসা পায় তবে বাস্তবে নয় উপন্যাসের পাতায়।
বিয়ে করতে গেলে সকলেই সুন্দর মেয়ে খুঁজে কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে।কালো হলে মান সম্মান থাকবে না।
প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দর হওয়া চাই। আমরা সবাই সুন্দরের পূজারী।একটা সুন্দর মেয়ের চরিত্রে হাজারটা দাগ থাকলেও কোন সমস্যা নাই। চেহারা সুন্দর ভালো কোন ঘরে বিয়ে হয়ে যাবে।
আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হয়।তারাও ভালবাসতে পারে তাদের মন আছে তাদেরকে বারবার রিজেক্ট করার জন্য অবহেলা করার জন্য তাদেরও কষ্ট হয়।এটা আমরা কেউ বুঝতে চাইনা।কি আছে একটা সুন্দর মেয়ের মধ্যে অহংকার।
পরকীয়ায় বেশিরভাগ সুন্দর মেয়েরাই জড়ায়।মিন্নি রিফাত নয়ন এদের গল্প আমাদের কারোরই অজানা নয়।ডক্টর আকাশের আত্মহত্যা।এমন আরও হাজারো ঘটনা আছে।কালো মেয়েরা কিন্তু এসব ঘটনায় খুব কমই জড়িয়েছে।সব সুন্দর মেয়েরাই কিন্তু খারাপ নয় কিছু কিছু আছে তো অনেক ভালো।আজ তোমাদের একটা কালো মেয়ের গল্প শোনাবো।মেয়েটা দেখতে অনেক কালো ছিল যেখান থেকেই পাত্রপক্ষ দেখতে আসত তাকে বারবার রিজেক্ট করে দিতো বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ হয়ে যেত কারণ ছোট বোন ছিল সুন্দরী।বড় বোনের চেহারা খারাপ বলে ছোট বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয়।কালো মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু কালো মেয়েদের ভাগ্যটা অতটা ভালো না সহজেই মুক্তি পেয়ে যাবে তাই বেঁচে যায়। পাড়া-প্রতিবেশীর নানান বাজে কথা তাকে শুনতে হয়েছে ।সুন্দর একটা ছেলে একদিন তার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেয়।তখন ও মানুষ বলেছে যে বানরের গলায় মুক্তোর মালা।
এক বছর পর তাদের সাথে আমার দেখা আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম আপনি তো দেখতে অনেক সুন্দর তাহলে এরকম মেয়েকে কেন বিয়ে করলেন।তখন তিনি উত্তরে বলেছিলেন আমার চোখদুটো যদি তোমাকে দেয়া যেত তাহলে ওর থেকে সুন্দর তুমি খুঁজে পেতে না।কালো মেয়েদের মন অনেক ভালো হয় তারা তার স্বামীকে অনেক ভালোবাসে পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতে চায়।এটা সবাই জানে না তাই সুন্দর খোজে।একটা কালো মেয়েকে ভালোবেসে দেখুন ই না কখনোই ঠকে যাবেন না।রুপ ছাড়া নারী সত্যিই খুব অসহায় । আমি বিশ্বাস করি একটা কালো মেয়ে পারে রূপ দিয়ে নয় গুন দিয়ে জীবন সাজাতে।
খুব সুন্দর লিখেছেন আপু। আপনার কথা আমার খুব ভালো লাগছে। কালো বলে কেউ যদি এরিয়ে চলে তাহলে তার মতো মূর্খ কেউ নেই। আল্লাহ তায়ালা আমাদের সকলকেই সৃষ্টি করেছেন। কাউকে সুন্দর, আবার কাউকে কালো, কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে আবার প্রতিবন্দী বানিয়েছেন। তাই বলে আমরা এসব কালো, খাটো, প্রতিবন্দী, সমাজের সকল বঞ্চিত মানুষদেরকে এরিয়ে চলবো না। কারণ আমাদের সকলকেই মহান আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। আমরা সকলেই সমাজের সকল বঞ্চিত মানুষদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখবো। এগিয়ে যাও বোন।