ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্মবার্ষিকী

0 9
Avatar for Rikta
Written by
4 years ago

💐💐💐 লেখক, দার্শনিক, পণ্ডিত, শিক্ষাবিদ, অনুবাদক, প্রকাশক, সমাজ সংস্কারক, মানবহিতৈষী, বাংলার নবজাগরণের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 💐💐💐

বঙ্গসাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে

অখ্যাত জড়ত্বভারে অভিভূত। কী পুণ্য নিমিষে

তব শুভ অভ্যুদয়ে বিকীরিল প্রদীপ্ত প্রতিভা,

প্রথম আশার রশ্মি নিয়ে এল প্রত্যুষের বিভা,

বঙ্গভারতীর ভালে পরালো প্রথম জয়টিকা।

রুদ্ধভাষা আঁধারের খুলিলে নিবিড় যবনিকা,

হে বিদ্যাসাগর, পূর্ব দিগন্তের বনে-উপবনে

নব উদ্ বোধনগাথা উচ্ছ্বসিল বিস্মিত গগনে।

যে বাণী আনিলে বহি নিষ্কলুষ তাহা শুভ্ররুচি,

সকরুণ মহাত্ম্যের পুণ্য গঙ্গাস্নানে তাহা শুচি।

ভাষার প্রাঙ্গণে তব আমি করিব তোমারি অতিথি,

বারতীর পূজাতরে চয়ন করেছি আমি গীতি

সেই তরুতল হতে যা তোমার প্রসাদসিঞ্চনে

মরুর পাষান ভেদি প্রকাশ পেয়েছে শুভক্ষণে।

-- রবীন্দ্রনাথ ঠাকুর

(ব্যক্তিপ্রসঙ্গ > ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Rikta
Written by
4 years ago

Comments