Wife of Socrates
-----------------
সক্রেটিস —বিশ্বখ্যাত গ্রিক দার্শনিক। তাঁর স্ত্রীর নাম ছিল জানথিপি (Xanthippe)। এমনিতে জানথিপি শব্দের অর্থ হচ্ছে হলুদ ঘোড়া (yellow horse)। কিন্তু তিনি এতটা বদরাগী এবং ঝগড়াটে ছিলেন যে, তাঁর নাম ইংলিশ অভিধানে ঠাঁই পায়, যার অর্থ ঝগড়াটে মহিলা বা ill tempered woman।
একবার তিনি সক্রেটিসের উপর প্রচন্ড ক্ষেপে যান। অনেক রাগারাগি করে তিনি সক্রেটিসের মাথার উপর এক জগ পানি ঢেলে দেন। সক্রেটিস কাব্যিক ভাবে বলেন, 'After thunder, comes the rain'।
শেক্সপিয়ার তাঁর সমগ্র রচনায় মাত্র একবার “X-দিয়ে শুরু শব্দ” ব্যবহার করেন, সেটা Xanthippe—সক্রেটিসের স্ত্রী, অর্থ বদরাগী! এটা ব্যবহার করেন Taming Of The Shrew-তে।
বিয়ে সম্পর্কে সক্রেটিসের অভিমত, 'বিয়ে করুন, যেকোন মূল্যে। যদি ভাল বউ পান, সুখী হবেন। আর যদি খারাপ পান, দার্শনিক হবেন'।
কে জানে, সক্রেটিসের এত বড় দার্শনিক হবার পেছনে হয়তো তাঁর স্ত্রীর অবদানও অনেক! মেয়েরা ভালবেসেও গড়ে তোলে, আবার শাসন করেও গড়ে তোলে।
-ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবং সাবস্ক্রাইব করবেন। আমি সাবস্ক্রাইব ব্যাক করবো। ধন্যবাদ 😍
This article is very nice. I like your post and give comment and subscribe and plz back my account and give my post like and comment and subscribe too