সিরাজগঞ্জের যমুনা পাড়ের বাসিন্দা আব্দুল আওয়াল। ঠিক ২০ বছর আগে সাপের কামড়ের পর ওঝা বা সাপুড়ের ভুল চিকিৎসায় পা হারান মিষ্টি বিক্রেতা আওয়াল (৫৮)।
আওয়ালের পরিবারে দুই ছেলে ও এক মেয়ের বসবাস। বন্যা ও নদী ভাঙ্গনে নিঃস্ব ও অসহায় এই পিতার দু:সময়ে পাশে নেই কেউ। নিদারুণ কষ্টে বেঁচে আছেন সংগ্রামী এই মানুষটি।
বেঁচে থাকার তাগিদে শেষ সম্বল মিষ্টির দোকানটিও বিক্রি করে দিতে বাধ্য হন আব্দুল আওয়াল।এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকায় অর্ন্তভূক্ত হয়েছে তার নামটিও।
অসহায় এই মানুষটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাঁড়িয়েছেন সহযোগিতার হাত। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আব্দুল আওয়াল তাদেরই একজন।
সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত কয়েক দশকের মধ্যে দীর্ঘ এবারের বন্যায় বাংলাদেশের ৩৩ জেলার মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ক্ষতিগ্রস্ত এসব অসহায় ও দরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তা, নগদ অর্থ সহায়তা নিরাপদ পানি সরবরাহ ও স্বাস্থ্যসেবা প্রদানসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।
ঠিক,বিগত কয়েক দশকের মধ্যে দীর্ঘ এবারের বন্যায় বাংলাদেশের ৩৩ জেলার মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতির মুখে পড়েছে। ব্যাপারটা আসলেই দুঃখজনক। Visit mine pls:- https://read.cash/@IrfanSagor/this-world-is-a-place-of-misery-it-is-foolish-to-hope-for-absolute-happiness-and-peace-6db5d07a