10
20
চারিদিকে যখন রিমঝিম বৃষ্টি নামে। আর সে বৃষ্টিতে বাড়ির উঠানে, রাস্তায় পানি জমে তখন আমাদের ছোটবেলায় একটা সাধারণ কাজ ছিলো কাগজের নৌকা বানিয়ে তা দিয়ে খেলা করা।
কার কার মনে আছে এ স্মৃতি? এখনকার বাচ্চারা এ আনন্দ কখনোই বুঝতে পারবে না৷
গত কয়েকদিন আগে এমন বৃষ্টিতে পানি জমেছিলো আমাদের বাসার সামনে। তখন আমি সেই ছোটবেলার মতো কাগজের নৌকা বানিয়ে সেখানে ভাসিয়ে দেই।
আমার সঙ্গে বাসার পাশের এক ছোট্ট পিচ্চিও যোগ দেয়।
পিচ্চি বাচ্চাটির নৌকা নিয়ে খেলার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন:
https://m.facebook.com/story.php?story_fbid=1359765560896327&id=974247016114852
আমাদের শৈশবগুলো সুন্দর থাকুক স্মৃতির পাতায়।
Valo likhesen..