করোনাভাইরাস মহামারী চলাকালীন নিলামে তোলা ব্রেসলেটের টাকা মাশরাফি বিন মর্তুজা দেবেন হাসপাতাল নির্মাণে। মাশরাফির শহর নড়াইলে নির্মিত হবে বিশেষায়িত এই হাসপাতাল।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দাতব্য ফাউন্ডেশন নড়াইল এক্সপ্রেস ১০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল নির্মাণ করবে।
ফাউন্ডেশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক এই ঘোষণা দেন। প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা মাশরাফির বাবা গোলাম মর্তুজা উপস্থিত ছিলেন। তিনিও নিশ্চিত করেছেন, ব্রেসলেট নিলাম থেকে পাওয়া অর্থ এই হাসপাতাল নির্মাণে ব্যয় করা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, মাশরাফির ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকার একটি অংশ দেশের বিভিন্ন প্রান্তের করোনায় কাজ করা নানা প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে। বর্তমানে বাকি থাকা ২৫ লাখ টাকা এবং স্থানীয় কয়েকটি দানশীল প্রতিষ্ঠানের কাছ থেকে অনুরূপ অর্থ নিয়ে ১০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।
এত দিন পরে এগুলাে আপলােড করলে হবে??? সে তো মাস ৪-৫ এক আগের ঘটনা