সম্প্রতি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছে মেসি। তারপর থেকে যেন ভালো নাই তার দল বার্সেলোনা?
মেসি ক্লাব ছাড়তে চান, খবরটা নতুন নয়। খবরটা প্রকাশ হওয়ার পরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে মেসির দুই বন্ধু লুইস সুয়ারেজ ও আর্তুরো ভিদাল বুঝিয়েছেন, মেসির সিদ্ধান্তের প্রতি শতভাগ সমর্থন রয়েছে তাদের। এখন স্প্যানিশ সংবাদমাধ্যম 'লা তেরচেরা' কে দেওয়া সাক্ষাৎকারে দলের খামতিগুলোই বেশি তুলে ধরেছেন ভিদাল।
বার্সেলোনার মন-মানসিকতা এখন আর শীর্ষ ক্লাবের মতো নেই বলে মনে করছেন এই তারকা, 'বার্সেলোনা এমন কিছু কাজ করেছে যা শীর্ষ পর্যায়ের কোনো ক্লাবের সঙ্গে যায় না। এটা প্রথমে বোঝা যায় না। তখনই বোঝা যায় যখন কোনো ভালো দলের বিপক্ষে আমাদের খেলা পড়ে, এমন একটা দলের বিপক্ষে খেলা হয় যাদের জেতার মানসিকতা আছে, যাদের ম্যাচ জেতার একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে।'
আধুনিক যুগে নিয়মিত জেতার জন্য শুধু নিজেদের ডিএনএ'র ওপর ভরসা করলে হয় না, অনেক দিক বিবেচনা করা লাগে বলে মনে করছেন এই তারকা, 'আপনি যদি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন তাহলে আপনার ওপর এর একটা প্রভাব পড়বেই। যা আমাদের সঙ্গে হয়েছে। বার্সেলোনা যেভাবে ফুটবল নিয়ে চিন্তা করে, সেটা বদলাতে হবে। কারণ এর মধ্যে ফুটবলে অনেক পরিবর্তন এসেছে। শুধু ডিএনএ'র ওপর ভরসা করলে চলবে না।
অন্যান্য ক্লাবগুলো এটা ছাড়াও অনেক দিক দিয়ে উন্নত হচ্ছে। ফুটবল এখন অনেক বেশি শারীরিক খেলা, গতি ও শক্তির ওপর অনেক বেশি নির্ভর করে। কিছু কিছু ক্ষেত্রে শুধু টেকনিক্যাল সামর্থ্যের ওপর ভরসা করলে চলে না। বার্সেলোনাকে এমন অনেক কিছু পরিবর্তন করতে হবে।'
কিছুদিন আগেই চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল বার্সেলোনা, ইতালির ক্লাব নাপোলির বিপক্ষে। ম্যাচের জন্য মাত্র ১৩ জন সিনিয়র খেলোয়াড় ফিট ছিলেন। যুবদল থেকে খেলোয়াড় এনে স্কোয়াড ভরতে হয়েছিল কোচ কিকে সেতিয়েনকে। এভাবে কোনো বড় ক্লাব চলে না বলে মনে করছেন ভিদাল, 'একটা বিশ্বমানের ক্লাবের কখনই ১৩ জন পেশাদার খেলোয়াড়, আর বাকি সব যুবদলের খেলোয়াড় থাকতে পারে না। ব্যাপারটা এমন নয় যে যুবদলের খেলোয়াড়দের সামর্থ্য নেই দলে থাকার, ব্যাপারটা হলো বিশ্বের সেরা ক্লাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এর চেয়ে ভালো স্কোয়াডের দরকার। প্রতি ক্লাবেরই ২৩ জন করে আছে মূল স্কোয়াডে। সবাই নিয়মিত উন্নতি করছে। ভালো করছে। কিন্তু আপনি যখন উন্নতি করবেন না, তখন শুধু ডিএনএ'র ওপর ভরসা করলে চলবে না। এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়।'
সাক্ষাৎকারে মেসিকে নিয়েও কথা বলেছেন ভিদাল। খেলোয়াড়ি মান বিবেচনায় মেসির ধারেকাছে কেউ না থাকলেও দিন শেষে দল হিসেবে ভালো করার জন্য মেসির আশপাশে ভালো খেলোয়াড় থাকা উচিত বলে মনে করেন এই তারকা, 'আমাদের ক্লাবে অনেক ভালো খেলোয়াড় আছে। আমাদের দলে ভিনগ্রহের এক খেলোয়াড় আছে। কিন্তু তারও সাহায্য লাগে। ওর সঙ্গে খেলানোর জন্য বেশ কিছু মানসম্পন্ন খেলোয়াড় লাগবে যারা দলকে উন্নত করতে পারে ও ভালো ফলাফল নিয়ে আসতে পারে।
That's really sad news for Barcelona