১০ টি সেরা শিক্ষামূলক ইউটিউব চ্যানেল ( 10 best learning YouTube channel)

2 351
Avatar for Ridz
Written by
4 years ago

ইউটিউব একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম।প্রতিদিন হাজার হাজার ভিডিও এই প্লাটফর্মে শেয়ার করা হয়ে থাকে আর আমরা আমাদের বিনোদনের চাহিদা মেটাতে একটা নির্দিষ্ট সময় ইউটিউবে কাটাই।

আমরা যে সবসময় প্রোডাক্টিভ ভিডিও দেখি তাই কিন্তু নয় মাঝে মাঝেই আমরা অপ্রয়োজনীয় ভিডিও দেখে আমাদের সময় নষ্ট করি।অথচ আমরা চাইলেই কিন্তু এই সময়টা শিক্ষামূলক কাজে ব্যবহার করতে পারি।

আবার কখনো কখনো এমন ও হয় যে,আমরা শিক্ষামূলক ভিডিও গুলো খুজে পাই না,আমরা দেখতে চাই কিন্তু সে ইউটিউব চ্যানেল গুলো খুজে পাই না অথবা আমাদের মন মতো হয় না।

আমার এই আর্টিকেল মূলত সেসব ইউটিউব চ্যানেল গুলোকে নিয়েই,যেখানে অবসরে আপনি করতে পারেন আপনার জ্ঞানের চর্চা,করতে পারেন নিজেকে আলোকিত এবং আরো বেশী সৃজনশীল।

আরেকটু জেনে নেই,ইউটিউব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কেনো অনেক বেশী উপকারী?

১) ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো খুবই সংক্ষিপ্ত এবং অল্প কথায় অনেক কঠিন বা জটিল বিষয় গুলো উপস্থাপন করে সহজ ভাবে।যা বুঝতে এবং সহজে গ্রহণ করতে সাহায্য করে।

২) আমরা অনেক বেশী শিখতে পারি যখন আমাদের শিক্ষাটা একমুখী না হয়।অর্থাৎ আমাদের শিক্ষাটা হওয়া উচিত (Interactive)।বেশীর ভাগ ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনি সরাসরি যুক্ত হয়ে আপনি Interaction করতে পারবেন।

৩) আবার বেশীরভাগ ইউটিউব চ্যানেল,খুবই সাজানো গোছানো ভাবে তাদের ভিডিও গুলো উপস্থাপনা করে যাতে করে আপনি সহজেই আপনার কাঙ্খিত ভিডিও ম্যাটেরিয়াল খুজে পান।

চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক,পরিচিত হই সেসব শিক্ষা মূলক ইউটিউব চ্যানেল গুলোর সাথে এবং জেনে নেই সেগুলো থেকে কোন কোন বিষয় সম্পর্কে আমরা শিখতে পারবো।

Ted Ed:

Ted Ed এই চ্যানেলের যাত্রা শুরু হয় ২০১১ সালের পহেলা মার্চে।ইউটিউবের শিক্ষা মূলক সবচে জনপ্রিয় চ্যানেল গুলোর মধ্যে একটি।এই চ্যানেলটিতে আপনি বিভিন্ন রকমের এবং বিভিন্ন পরিসরের শিক্ষা মূলক ভিডিও পাবেন।

ভিজুয়াল আর্টস থেকে ম্যাথমেটিকস কিংবা স্বাস্থ্য শিক্ষা(Health studies) থেকে ব্যবসায়(Business) সব পরিসরের জ্ঞান মূলক ভিডিও পাবেন।তবে সবচে বেশী গুরুত্বপূর্ণ প্রতিটি ভিডিওর উপস্থাপনা।পছন্দের তালিকায় আমার সবচে পছন্দের ইউটিউব চ্যানেল এটি মূলত এদের উপস্থাপনার জন্যে।

সেই সাথে ইলাস্ট্রেশন আর এনিমেশনের ব্যবহার মনোযোগ ধরে রাখতে এবং টপিকটি বুঝতে দারুন ভাবে সাহায্য করে।

Crash Course:

শিক্ষামূলক কনটেন্টের জন্যে আরো একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাম।যা ২০০৬ সাল থেকে আমাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে আসছে।ইতিহাস (History),জীববিজ্ঞান(Biology) থেকে শুরু করে মনোবিজ্ঞান( Psychology) প্রায় সব বিষয়ের উপর শিক্ষামূলক ভিডিও এই চ্যানেলে পাওয়া যাবে।

মূলত তথ্য বহুল ভিডিও আর সেগুলোর ডিজিটাল প্রেজেন্টেশন ভিউয়ারের (Viewer) মনোযোগ ধরে রাখে।আমরা অনেক বেশী শিখি অনেক বেশী মনে রাখতে পারি সাধারনত পড়াশোনাটা যখন ডিটেইলস (Details) থাকে।আর এই সবকিছুর একটা দারুন মিশেল আপনি পাবেন Crash Course এর ইউটিউব চ্যানেলে।

C.G.P Grey:

২০১০ সালে এই চ্যানেলের যাত্রা শুরু হয়, মূলত ইতিহাস,পলিটিকাল সায়েন্স(Political science), দর্শন এবং টেকনোলজি (Technology) বিষয়ক শিক্ষা মূলক ভিডিও আপলোড করে থাকে।আপনার জ্ঞানের চাহিদা অনায়াসেই মেটাবে এই চ্যানেলটি।

Vsauce:

আপনি বিজ্ঞান বিষয়ক ভিডিও চাচ্ছেন? জানতে চাচ্ছেন প্রতিদিনের মজার মজার বিজ্ঞানের প্রশ্ন উত্তর?আপনি একদম সঠিক জায়গায় এসে পৌঁছেছেন।

Vsauce এই ইউটিউব চ্যানেলটি তে আপনি পাবেন মজার মজার সব বিজ্ঞান বিষয়ক প্রশ্নের সমাধান।যা সব বয়সী দর্শক দের টানবে।

চলুন তবে আরেকটু জেনে নেওয়া যাক এই চ্যানেলের ভিডিও কন্টেন্ট সম্পর্কে।

ধরুন আপনার মনে হঠাৎ করে একদিন প্রশ্ন জাগলো যে যদি হঠাৎ একদিন সূর্য টা উধাও হয়ে যায় তাহলে কেমন হবে? কি পরিনতি বরণ করতে হবে এই মহাবিশ্বের?কোথাও এমন প্রশ্নের মন মতো উত্তর খুঁজে না পেলেও আপনি Vsauce চ্যানেলে পাবেন এর উত্তর সাথে ডিটেইল (Detail) উপস্থাপনা।

শুরুতে আপনার মনে একটি প্রশ্নের সৃষ্টি করবে আপনাকে ধীরে ধীরে সেই প্রশ্নের উত্তরের দিকে নিয়ে যাবে।নিজের বিজ্ঞান বিষয়ক জ্ঞানকে আরো শাণিত করতে ঘুরে আসুন Vsauce ইউটিউব চ্যানেলটি।

Khan Academy:

খান একাডেমি,ইউটিউবে শিক্ষা মূলক কনটেন্টের একটি বিপ্লব ঘটানো নাম।এখানে আপনি পাবেন বিজ্ঞান,গণিত, কম্পিউটিং( Computing) আর অর্থনীতি(Economics) বিষয়ক ম্যাটেরিয়াল(Material)।

প্রতিটি ভিডিও এমন ভাবে আপনার সামনে উপস্থাপন করা হবে আপনি অনুভব করবেন আপনার শিক্ষক আপনার সামনে বসে আপনাকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন।

এতো সুন্দর সাবলীল আর অবশ্যই বিস্তৃত পরিসরে বাস্তব জীবন থেকে নেওয়া উদাহরণের ব্যবহার প্রতিটি লেসন কে করে তুলে আরো বেশী মজাদার।

Veritasium

আপনি আপনার মনের কোণে তৈরী হওয়া প্রশ্নের,উত্তর পাবেন তিন ভাবে এই ইউটিউব চ্যানেলটি তে।তার আগে বলে রাখি এই ইউটিউব চ্যানেলটি মূলত বৈজ্ঞানিক প্রশ্নের,নানান রকম বৈজ্ঞানিক আবিষ্কারের ,মজার মজার বৈজ্ঞানিক পরীক্ষা এবং সেসবের অভ্যন্তরে আপনাকে নিয়ে যাবে।

এই চ্যানেলটি জনপ্রিয় মূলত ভিডিও উপস্থাপনার জন্যে।শুরুতে আপনাকে মূল বিষয়ের একটি "Demonstration" দিবে,তারপর আপনাকে মূল বিষয়ের গভীরে নিয়ে যাবে এবং সে সম্পর্কিত নানান রকম তথ্যের ব্যবহার ভিডিও টিকে আরো বেশী শিক্ষা মূলক করে তোলে।

অন্য সব ইউটিউব চ্যানেল গুলো থেকে এই চ্যানেলের উপস্থাপনার ধরন একেবারেই আলাদা,আরো বেশী শিক্ষা বান্ধব।

ASAPscience:

বিজ্ঞান খুজে বেড়াচ্ছেন অথবা কোনো বিজ্ঞান বিষয়ক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে শুধু মাত্র তাত্বিক উত্তর খুঁজে আপনার মনের সন্তুষ্টি আসছে না তাহলে আপনার জন্যে এই চ্যানেলটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ চ্যানেল।

প্রতিটি ভিডিও তে আপনি পাবেন ইলাস্ট্রেশন, উপস্থাপনার দারুন মিশেল।অনেক জটিল জটিল থিওরি,খুবই সহজ সাবলীল ভাবে উপস্থাপনা করে থাকে এবং যা খুবই সহজ ভাবে বুঝতে সাহায্য করে।

Commonsense Education:

এই চ্যানেলের যাত্রা শুরুর পর থেকে,একই সাথে ছাত্র এবং শিক্ষক দেরকে তথ্য প্রযুক্তির ব্যবহার করে কিভাবে শিক্ষাকে আরো আধুনিকায়ন করা যায় তাই নিয়ে আলোচনা করে।

আপনি যদি জানতে চান বা আরো শিখতে চান,কিভাবে টেকনোলজি ব্যবহার করে শিক্ষা গ্রহণ করা যায় তাহলে আপনাকে এই চ্যানেলে স্বাগত।

Edutopia:

এই চ্যানেলটি মূলত কাজ করে নানান রকম শিক্ষা বিষয়ক টেকনিক(Technique) নিয়ে একই সাথে শিক্ষক এবং ছাত্র দুইজনের জন্যেই দারুন উপকারী।কিভাবে পড়াশোনা করলে কম সময়ে অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন মনে রাখতে পারবেন এই রকম Technique নিয়ে।যা খুবই সাহায্য করে।

Big Think:

বিশ্বের বাঘা বাঘা সব এক্সপার্ট(Expert) দের মতামত নিয়ে মূলত কাজ করে থাকে।

আপনি যদি কিছু শিখতে চান সেই সাথে বিশেষজ্ঞ মতামত চান তাহলে আপনি এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। বড় বড় নাম যেমন Bill Nye এবং Neil deGrasse Tyson এর মতো বড় বড় মানুষের সান্নিধ্য।

এই দশটি চ্যানেল মূলত শুরু থেকে নানান রকম শিক্ষা বিষয়ক ভিডিও কন্টেন্ট আপলোড করে আসছে,এবং হাজার হাজার শিক্ষক শিক্ষার্থীদের উপকার করে আসছে।

আপনিও খুব সহজেই এই ইউটিউব চ্যানেল গুলো থেকে উপকৃত হতে পারেন ,বাড়াতে পারেন জ্ঞানের পরিধি।তাহলে আজই বসে পড়ুন!ইউটিউব হোক শিক্ষার মাধ্যম।

2
$ 0.07
$ 0.07 from @TheRandomRewarder
Sponsors of Ridz
empty
empty
empty
Avatar for Ridz
Written by
4 years ago

Comments

nice information

$ 0.00
4 years ago

কি অবস্থা?

$ 0.00
4 years ago