আসুন বিবেককে করি জাগ্রতঃ
৩০ ডিগ্রি তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি কিন্তু এসি ছাড়া তারাবির নামায পড়তে পারি না।
রেস্টুরেন্ট এ খেয়ে ওয়েটারকে ১০০-টাকা বকশিস দিতে পারি। কিন্ত রেস্টুরেন্টের সামনে রোদে দাড়িয়ে থাকা ভিক্ষুকে ১০-টাকা দিতে পারি না।
বাড়ির দারোয়ানকে ৭০০০ টাকা বেতন দিতে পারি
কিন্ত মসজিদের ইমামকে ৩০০-টাকা বেতন দিতে পারিনা।
ঈদে শপিং এ নিজের বাচ্চার জন্য দশ-হাজার টাকার বাজেট রাখতে পারি, কিন্তু বাড়ির কাজের মেয়েটার জন্য ১০০০ টাকার বাজেট রাখতে পারিনা।
শপিংমলে মান স্মমানের ভয়ে দরদরি না করে ১-হাজার টাকার জিনিষ দেড় হাজারে কিনতে পারি
কিন্তু তরকারি বাজাররে গেলে ৩০-টাকার টমেটো ৩২ টাকা চাইলে বিক্রতা কে মারদর করি।
২০০-টাকার বাস ভাড়া ২০০০ টাকায় কার নিয়ে যেতে পারি, কিন্তু রিক্সওয়ালা ১০-টাকার ভাড়া ১৫ টাকা চাইলে থাপ্পর দিতে দেরি করি না।
শরীর পরিষ্কার রাখার জন্য হাজার টাকার সাবান ফেইসওয়াশ ব্যাবহার করি কিন্ত সম্পদ পরিষ্কার করার জন্য দ্ররিদ্রকে যাকাত দিতে পারিনা, কোথায় মানবতা কোথায় মনুষ্যত্ব ।
Nice post. Keep it up brothe.